Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে গান


১৫ আগস্ট ২০২০ ১৪:২২ | আপডেট: ১৫ আগস্ট ২০২০ ১৪:৩২

বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী শনিবার (১৫ আগস্ট)। দিনটিতে তার প্রতি শ্রদ্ধা জানাতে গায়ক, সুরকার-সংগীত পরিচালক ইবরার টিপু এবং গীতিকার রবিউল ইসলাম জীবন তৈরি করেছেন বিশেষ গান ‘বঙ্গবন্ধু আর বাংলাদেশ’।

শনিবার রাতের প্রথম প্রহরে আরটিভি মিউজিকের ইউটিউব চ্যানলে লিরিক্যাল ভিডিও আকারে গানটি প্রকাশ করা হয়েছে। এছাড়া সারা দিনব্যাপী আরটিভির ফিলার সং হিসেবে প্রচার করা হচ্ছে গানটি। এতে কণ্ঠ দিয়েছেন ইবরার টিপু।

বিজ্ঞাপন

গানটির মুখ-‘এ কান্না এতটাই দীর্ঘ বয়ে যাবে কাল থেকে মহাকাল/ এ শোকে ব্যথিত আজও মাঠের সবুজ থেকে সূর্যের লাল/ ওরা কেড়ে নিয়েছে প্রাণ তবু রয়ে গেছে সেই রক্তের দাগ/ওরে, বঙ্গবন্ধু আর বাংলাদেশ কোনদিনও হয় কি ভাগ?/ বঙ্গবন্ধু আর বাংলাদেশ কখনো হবে না ভাগ।’ রফিকুল ইসলাম রাফির সম্পাদনায় গানটির লিরিক্যাল ভিডিওটি বানিয়েছেন মাসুদুজ্জামান সোহাগ।

ইবরার টিপু বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে অনেক গান শুনেছি। তবে এই গানের অনুভূতির প্রকাশটা ব্যতিক্রম। জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে অন্তর থেকে কাজটি করেছি। আশাকরি সবার ভালো লাগবে।’

রবিউল ইসলাম জীবন বলেন, ‘বঙ্গবন্ধু আর বাংলাদেশকে কখনো ভাগ করা যাবে না। মাঠের সবুজ থেকে সূর্যের সব সর্বত্র বঙ্গবন্ধু ছড়িয়ে আছেন তিনি। এ জাতি কাল থেকে মহাকাল তাকে স্মরণ করবে, ভালোবাসবে। সেই চিত্রকল্পই গানটিতে তুলে ধরার চেষ্টা করেছি।’

বঙ্গবন্ধু বঙ্গবন্ধু আর বাংলাদেশ

বিজ্ঞাপন

কুয়েটে ভর্তি পরীক্ষা আজ
১১ জানুয়ারি ২০২৫ ১০:১০

আরো

সম্পর্কিত খবর