Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহেশ ভাট’র বিরুদ্ধে নতুন অভিযোগ, ‘সড়ক ২’-এ পাকিস্তানি গান চুরি!


১৪ আগস্ট ২০২০ ১৮:০২ | আপডেট: ১৪ আগস্ট ২০২০ ১৮:১১

‘সড়ক ২’ ছবির পোস্টার মুক্তির পর আইনি ঝামেলায় জড়িয়েছিলেন মহেশ ভাট। পোস্টারে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে’ এমন অভিযোগে মামলা দায়ের করেছিলেন সিকান্দরপুরের জনৈক ব্যক্তি। এই মামলায় আসামী করা হয়েছিল মহেশ কন্যা আলিয়াকেও। এরপর শুরু হয় ‘সড়ক ২’ ছবিটি বয়কটের ডাক। বয়কটের এ আহ্বান জানিয়েছিল সুশান্ত সিং রাজপুতের অনুরাগীরা।

তারপরও সব জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার (১১ আগস্ট) মুক্তি পেল বহু প্রতিক্ষীত মহেশ ভাটের ‘সড়ক-২’ ছবির প্রথম ট্রেলার। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই অনুরাগীদের যে রোষানলে পড়েছিলেন পরিচালক প্রযোজক মহেশ ভাট, সে রোষানল যে কতটা ভয়ংকর তার বাস্তব রূপ দেখলেন তিনি। ডিসলাইকে ছেয়ে গেছে তার নতুন ছবি ‘সড়ক-২’র ট্রেলার- যা ইতিমধ্যে সতের লক্ষ ছাড়িয়ে গেছে। ভারতীয় গণমাধ্যমের দাবী, আজ অবধি মুক্তির আগে কোনও বলিউড ছবির ট্রেলারে দর্শকদের এমন প্রতিক্রিয়া দেখা যায়নি!

বিজ্ঞাপন

এখানেই শেষ নয়! আবার বিতর্কের শিরোনামে ‘সড়ক ২’। এবারের অভিযোগ এই ছবির ‘ইশক কামাল’ গানটি নিয়ে। এই গানটি এক পাকিস্তানি শিল্পীর লেখা। মঙ্গলবার (১১ আগস্ট) মুক্তি পাওয়া ‘সড়ক ২’র ট্রেলারেই এই গানটি শোনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের সংগীত প্রযোজক শেজান সালিম ওরফে জেও-জি ‘ফক্স স্টার স্টুডিও’কে মেনশন করে লিখেছেন যে ছবির ‘ইশক কামাল’ গানটি তার ২০১১ সালে লেখা এক গানের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সংগীত প্রযোজক শেজান সালিম ওরফে জেও-জি জানিয়েছেন, ২০১১ সালে জায়েদ খান নামে তারই এক বন্ধুর জন্য এই গান তিনি লিখেছিলেন এবং প্রোডিউস করেছিলেন। কিন্ত ‘সড়ক ২’র ট্রেলারে এই গান শুনে তিনি তাজ্জব হয়ে গিয়েছেন! তার কথায়, ‘সড়ক ২’র নির্মাতারা নিশ্চয় এই গান কপি করেছেন, নাহলে এই গানের মেলডি, ছন্দ সবটাই হুবহু আমার ২০১১ সালের ওই গানের সঙ্গে মিলে যায় কি করে?’ যদিও এ বিষয়ে কোন রকম প্রতিক্রিয়া জানান হয়নি ‘ভাট ক্যাম্প’র পক্ষ থেকে।

বিজ্ঞাপন

যে ছবিকে ঘিরে এত বিতর্ক, সেই ‘সড়ক ২’ মুক্তি পাচ্ছে আগামী ২৮ আগস্ট হটস্টার ডিজনিতে। দু’দশক আগের সেই ছবির কাহিনি যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হয়েছে ‘সড়ক ২’র গল্প। আর ট্রেলারেই বাজিমাত করলেন সঞ্জয় দত্ত। প্রেমিকার মৃত্যুর পর বেঁচে থাকার আশাই হারিয়ে ফেলেছিল সঞ্জয় দত্ত অভিনীত চরিত্রটি। নয়ের দশকের স্ক্রিন কাঁপানো সেই হিট জুটি- সঞ্জয় দত্ত এবং পূজা ভাট। সেই রোম্যান্স, আবেগের রেশ ধরেই সিক্যুয়েলের শুরু। আর রহস্য-রোমাঞ্চে মোড়া এই ট্রেলারেই ইঙ্গিত মিলল দুই দশক পর যে ফের স্বমহিমায় বলিউড পরিচালকের আসনে প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন মহেশ ভাট। যদিও বিতর্কের রেশ ধরে তা কতটা সম্ভব, সময়ই বলবে সেকথা।

ইশক কামাল পাকিস্তানি গান চুরি মহেশ ভাট শেজান সালিম ওরফে জেও-জি সড়ক ২

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর