একজন মুক্তিযোদ্ধার মর্যাদার প্রশ্ন নিয়ে ‘যোগ-বিয়োগ’
১৪ আগস্ট ২০২০ ১৫:৪২ | আপডেট: ১৪ আগস্ট ২০২০ ১৬:৫১
একজন মুক্তিযোদ্ধার জীবনভর অর্জিত মর্যাদার প্রশ্ন নিয়ে নির্মিত হল নাটক ‘যোগ-বিয়োগ’। সারওয়ার রেজা জিমি’র রচনা ও তুহিন হোসেন’র পরিচালনায় এতে অভিনয় করেছেন- আফরান নিশো, আনিকা কবির শখ, মিতা চৌধুরী ও সুষমা সরকার।
ঢাকায় নিজ নিজ জীবনে প্রতিষ্ঠিত দুই ভাই রাশেদ আর কবির হঠাৎই তাদের বাবার মৃত্যুসংবাদ পেয়ে স্ত্রী, পরিবার নিয়ে হাজির হয় জেলা শহরের বাড়িটিতে। তাদের বাবা মুক্তিযোদ্ধা আকতারুজ্জামান এই শহরেই সফল ব্যবসায়ী হিসেবে সম্মানের জীবন কাটিয়ে সদ্য প্রয়াত হয়েছেন। তার আকস্মিক মৃত্যু এই পরিবারের কর্ত্রী জেবুন্নেছা আর তার দুই পুত্র-পুত্রবধূ-নাতনীর জন্য যেন এক পুনর্মিলনীর উপলক্ষ হয়ে উঠে।
কিন্তু এই পারিবারিক পুনর্মিলনীতে সহসাই নিদারুণ আঘাত হয়ে আসে একটি সংবাদ। পারিবারিক উকিল জানান, আকতারুজ্জামান তার সম্পত্তির একটি বড় অংশ উইল করে লিখে দিয়ে গেছেন এক নারীকে, যাকে এই পরিবারের কেউ চেনেনা। বীর মুক্তিযোদ্ধা আকতারুজ্জামানের জীবনভর অর্জিত মর্যাদা প্রশ্নের মুখে পড়ে যায়।
শনিবার (১৫ আগস্ট) রাত ৯টা ৩০ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে বিশেষ এই একক নাটক ‘যোগ-বিয়োগ’।
আনিকা কবির শখ আফরান নিশো এনটিভি তুহিন হোসেন নাটক যোগ-বিয়োগ সারওয়ার রেজা জিমি