Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুরুতর অসুস্থ আকবর


১৩ আগস্ট ২০২০ ২২:৪১

কণ্ঠশিল্পী আকবর বেশ কয়েক বছর ধরে ডায়াবেটিস, কিডনিসহ নানা রোগে আক্রান্ত। সাম্প্রতিক সময়ে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। গত ৩১ জুলাই থেকে বিছানাতে শুয়ে দিন কাটাতে হচ্ছে তাকে। বা হাত আর দুই পা একেবারেই অবশ। কথা জড়িয়ে যাচ্ছে।

এমনটা জানিয়েছেন শিল্পীর স্ত্রী কানিজ ফাতেমা সীমা। তিনি বলেন, ‘আমাদের পাশে এ মুহুর্তে হানিফ সংকেত স্যার রয়েছেন। তিনি প্রথমে পরামর্শ দিয়েছিলেন তাকে পিজি (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) হাসপাতালে নেওয়ার কথা বলেন। পরে করোনার কারণে কোথাও নিতে মানা করেন। তিনি পরামর্শ দিয়েছেন কলকাতারা কেপিসি হাসাপাতালে ডাক্তার সুজাতা সেন গুপ্তের সঙ্গে যোগাযোগ করার জন্য। তিনি এর আগে আকবরের চিকিৎসা করেছিলেন।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আগে থেকেই আকবর ডায়াবেটিসে আক্রান্ত, এখন বেড়েছে। কিডনিতে সমস্যা দেখা দিয়েছে। দুই বছর ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা করাচ্ছি। কিন্তু এখন অবস্থা এমন পর্যায়ে, হাতে কোনো টাকা নেই। সাত মাস ধরে তো করোনার কারণে আমাদের আয়-উপার্জন একেবারেই বন্ধ, যার জন্য আর্থিক সংকটে পড়তে হয়েছে। এখন ঔষুধ কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে।’

হানিফ সংকেতের হাত ধরে বিনোদনমূলক অনুষ্ঠান ইত্যাদি’র মাধ্যমে রাতারাতি শিল্পীস্বীকৃতি পান কণ্ঠশিল্পী আকবর। তার কণ্ঠের বেশকিছু গান শ্রোতামহলে বেশ জনপ্রিয়। বিশেষ করে ‘তোমার হাত পাখার বাতাসে’ গানটি দেশব্যাপী ব্যাপক আলোচিত।

আকবর

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর