Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সঞ্জয় দত্তকে নিয়ে গুজব না ছড়াতে স্ত্রী মান্যতা’র অনুরোধ


১২ আগস্ট ২০২০ ১৬:১৫ | আপডেট: ১২ আগস্ট ২০২০ ১৬:২১

ফুসফুসে ক্যানসার ধরা পড়েছে বলিউড তারকা সঞ্জয় দত্তের। বর্তমানে স্টেজ থ্রি-তে রয়েছেন তার ক্যানসার। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে সেই খবর প্রকাশ্যে আসতেই মানসিক ভাবে কিছুটা ভেঙে পড়েছেন তার ভক্ত ও অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে সঞ্জয় দত্তের প্রতি সমবেদনা ও দ্রুত আরোগ্যের প্রার্থনা জানাচ্ছেন তারা।

ভক্ত ও অনুরাগীদের এই প্রার্থনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা দত্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘ঈশ্বর আরও একবার আমাদের পরীক্ষা নিচ্ছেন। সঞ্জয়ের অসুস্থতার খবর পেয়ে যারা আকুল হয়েছেন, অভিনেতার সুস্থতা প্রার্থনা করেছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ। অন্যবারের মতো এবারও আমরা এই কঠিন সময় পার করতে পারবো।’ তবে কোনও ধরনের গুজব বা ভুয়া খবরে যেন শুভানুধ্যায়ীরা বিশ্বাস না করেন, সেই আবেদনও করেন মান্যতা দত্ত।

বিজ্ঞাপন

এদিকে ফুসফুসের ক্যানসার ধরা পড়ার পর সঞ্জয় দত্ত মানসিক দিক থেকে কিছুটা ভেঙে পড়লেও, দ্রুত সুস্থ হয়ে আবার কাজে ফিরবেন বলে আশা করছেন তিনি। তবে চিকিৎসার জন্য বেশ কিছুদিন সিনে জগত থেকে দূরে থাকছেন তিনি। জানা গেছে, চিকিৎসার জন্য আমেরিকা যাচ্ছেন বলিউডের এই মহাতারকা।

৮ আগস্ট (শনিবার) হঠাত্‍‌ করে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল সঞ্জয় দত্তকে। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের আইসিইউতে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়েছে তাকে। মঙ্গলবার (১১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যমগুলো হাসপাতাল সূত্রে খবর প্রকাশ করেছে, ৬১ বছর বয়সী এই অভিনেতার ফুসফুসে ক্যানসার ধরা পড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন স্টেজ থ্রি তে ধরা পড়েছে এই অভিনেতার ক্যানসার।

বিজ্ঞাপন

মান্যতা দত্ত লীলাবতী হাসপাতাল সঞ্জয় দত্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর