Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক মাসুদ স্মরণে স্মৃতিতর্পণ এবং মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন


১২ আগস্ট ২০২০ ১১:১১

২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের জোকায় এক ভয়াবহ সড়ক দূর্ঘটনায় নিহত হন বরেণ্য চলচ্চিত্রকার তারেক মাসুদ, চলচ্চিত্রগ্রাহক ও সাংবাদিক মিশুক মুনীরসহ আরও তিনজন চলচ্চিত্রকর্মী। যা বাংলাদেশের চলচ্চিত্র-সংস্কৃতিকে অপূরণীয় ক্ষতির সম্মুখীন করেছে। যে শূন্যস্থান কোনোভাবেই পূরণ হবার নয়। এই দিনটিকে মনে করা হয় বাংলাদেশের চলচ্চিত্র-সংস্কৃতির জন্য এক শোকাবহ দিন। আর তাই প্রতি বছরই এই দিনটিকে সেভাবেই স্মরণ করে থাকেন চলচ্চিত্র কর্মীরা।

বিজ্ঞাপন

চলচ্চিত্রকার তারেক মাসুদ ও চলচ্চিত্রগ্রাহক মিশুক মুনীরের নবম প্রয়াণ দিবস উপলক্ষে আজ (১২ আগস্ট) ও আগামীকাল (১৩ আগস্ট) ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট যৌথভাবে তারেক মাসুদ স্মরণে স্মৃতিতর্পণ এবং তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের কর্মসূচি গ্রহণ করেছে। আজ (বুধবার) রাত ৯টায় অনলাইনে স্মরণ আলোচনাটি অনুষ্ঠিত হবে।

স্মরণ আলোচনাটি Moviyana Film Society, Bangladesh -এর ফেজবুক পেজ থেকে সরাসরি প্রচারিত হবে। স্মৃতিতর্পণে অংশগ্রহণ করবেন চলচ্চিত্রকার ক্যাথরিন মাসুদ, চলচ্চিত্র গবেষক অধ্যাপক ফাহমিদুল হক, সাংবাদিক আসিফ মুনীর, শব্দগ্রাহক নাহিদ মাসুদ, চলচ্চিত্র নির্মাতা প্রসূন রহমান এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সড়কদ্বীপে সংরক্ষিত তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণে সড়ক দূর্ঘটনা স্মৃতি স্থাপনায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে বাংলাদেশে সড়ক ও মহাসড়কে নিহত সকল মানুষকে স্মরণ করা হবে। পুরো আয়োজনটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।

ক্যাথরিন মাসুদ তারেক মাসুদ তারেক মাসুদ স্মরণে স্মৃতিতর্পণ ফাহমিদুল হক বেলায়াত হোসেন মামুন মিশুক মুনীর ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর