Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিয়ার ফোন ল্যাপটপ বাজেয়াপ্ত


১১ আগস্ট ২০২০ ২১:০২

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা না হত্যা এ নিয়ে এখনো চলছে বিতর্ক। চলমান রয়েছে হত্যা মামলা। যার তদন্ত মরছে মুম্বাই পুলিশ। তারই অংশ তারা সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীর দুটি ফোন ও ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে।

শুধু রিয়াই নন, তাই শৌভিক ও বাবা ইন্দ্রজিতের ফোনও পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ফোন, ল্যাপটপের পাশাপাশি দুটি আইপ্যাডও বাজেয়াপ্ত করা। সব কটিই ফরেনসিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পাশাপাশি, মঙ্গলবার বেলা ২টা নাগাদ ইডি অফিসে পৌঁছান সুশান্তের ‘রানি দিদি, অর্থাৎ মিতু সিংহ। এই প্রথম সুশান্তের পরিবারের কোনো সদস্যকে দপ্তরে ডাকল ইডি। পিটিআই সূত্রে জানা যাচ্ছে, মিতু ছাড়াও সুশান্ত ও রিয়ার প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদী এবং তাদের বন্ধু সিদ্ধার্থ পিঠানিকেও এ দিন আবার জেরা করছে ইডি।

সোমবার টানা দশ ঘণ্টা জেরার পর রাত সাড়ে ৯টা নাগাদ ইডি-র অফিসে থেকে বের হন রিয়া ও তার পরিবার। সুশান্ত ও রিয়ার প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদী এবং তাদের বন্ধু সিদ্ধার্থ পিঠানিকে ডাকা হয়েছিল গতকালও। একটি সূত্রে জানা যাচ্ছে,রিয়ার বিরুদ্ধে আর্থিক তছরুপের যে অভিযোগ তা নিয়ে কিছু না বললেও শ্রুতি নাকি ইডি-কে জানিয়েছেন, সুশান্তের হয়ে যাবতীয় সিদ্ধান্ত নিতেন রিয়াই।

রিয়া চক্রবর্তী সুশান্ত সিং রাজপুত

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর