Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাপলা মিডিয়াকে কারণ দর্শাতে হবে


১১ আগস্ট ২০২০ ২০:১০

শাপলা মিডিয়ার প্রযোজনায় নির্মিত হয়েছে ‘আগস্ট ১৯৭৫— অ্যান আনটোল্ড স্টোরি’। গত ৬ আগস্ট এফডিসির জহির রায়হান মিলনায়তনে ছবিটির টিজার প্রকাশনা অনুষ্ঠান হয়। সেখানে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে বক্তব্য দেন জায়েদ খান। কিন্তু জায়েদ খানকে নিষিদ্ধ করেছে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮টি সংগঠন। তারা বিষয়টিকে সহজভাবে নিচ্ছে না। শাপলা মিডিয়াকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞাপন

এক জরুরি বৈঠকে সোমবার (১০ আগস্ট) সংগঠনের নেতারা সিদ্ধান্ত নেন, কারণ দর্শানোর নোটিশের যৌক্তিক জবাব না দিতে পারলে শাপলা মিডিয়াকে নিষিদ্ধ করা হবে।

পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, ‘বিভিন্ন মিডিয়ায় সেলিম খানের যে বক্তব্য আমরা শুনেছি তা দাম্ভিকতাপূর্ণ। তিনি বলেছেন জায়েদ খানকে নিয়ে তিনি একাধিক ছবি নির্মাণ করবেন। সংগঠনগুলোর কাজ শুধু নিষিদ্ধ করা। এসব শোনার পর তো আমাদের পদক্ষেপ নিতেই হবে।’

অন্যদিকে সেলিম খান জানিয়েছেন, তিনি এখনও কোন চিঠি পাননি।

কারণ দর্শানো নোটিশ শাপলা মিডিয়া

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর