Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুশান্ত জীবিত ছিলেন, দাবি অ্যাম্বুলেন্স চালকের


১০ আগস্ট ২০২০ ২৩:৪৬

মুম্বাই পুলিশ সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত লাশ উদ্ধারের পর থেকে তার মৃত্যু নিয়ে একের পর এক তথ্য আসছে। অধিকাংশই হচ্ছে তিনি আত্মহত্যা করেননি, তাকে হত্যা করা হয়েছে। সে বিতর্কের আগুনে নতুন করে ঘি ঢাললেন সুশান্তের অ্যাম্বুলেন্সের ড্রাইভার। তার দাবি, অ্যাম্বুলেন্সে সুশান্ত জীবিত ছিলেন।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে প্রকাশিত খবরে বলা হচ্ছে, অ্যাম্বুলেন্স চালক অক্ষয় ভান্ডগর নাকি দেখেছেন সুশান্তের পুরো শরীর হলুদ ছিলো। তার দাবি, আত্মহত্যা করলে সাধারণত মৃতের পুরো শরীর হলুদ হয়ে যায় না।

বিজ্ঞাপন

তিনি প্রশ্ন রাখেন, ‘যে মানুষ আত্মহত্যা করেছেন তার পা মোড়া থাকবে কেনো?’ সুশান্তের পায়ের নানা জায়গায় থেঁতলে যাওয়ার নাকি দেখেছেন। তিনি প্রশ্ন তুলেন, আত্মহত্যা করলে কেনো এসব দাগ?

অ্যাম্বুলেন্স চালক অক্ষয়ের দাবি, মুম্বাই পুলিশের তরফ থেকে ফোন পেয়ে তিনি সুশান্তের লাশ আনতে যান।

তবে তার এ দাবির প্রেক্ষিতে সুশান্তে মৃত্যু রহস্য নতুন কোনো মোড় নেয় কিনা তা-ই এখন দেখার বিষয়।

অ্যাম্বুলেন্স চালক সুশান্ত সিং রাজপুত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর