Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিতাকে নিয়ে আলিফের আবেগঘন স্ট্যাটাস


১০ আগস্ট ২০২০ ১৬:০৯

জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী সুরকার, গীতিকার ও সঙ্গীত পরিচালক রবিবার (৯ আগস্ট) বিকেলে মারা গেছেন। সোমবার (১০ আগস্ট) তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী করবস্থানে দাফন করা হয়েছে। পিতার মৃত্যুতে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তার কন্যা সঙ্গীতশিল্পী আলিফ আলাউদ্দিন।

আলিফ আবেগঘন ভাষায় লেখেন, ‘কী সুন্দর শুয়ে আছে কথা বলে না। মাথায় হাত বুলিয়ে নিষ্ঠুরের মতো বাসায় ফিরে আসলাম।’

তিনি সোমবার দুপুরে নিজের ভেরিফাইড আইডি স্ট্যাটাসটি দেন। সারাবাংলার পাঠকদের জন্য স্ট্যাটাসটি হুবহু প্রকাশ করা হলো।

“আব্বু চলে যাবার পর আমি ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের এর বাইরে গাড়িতে বসে সাইন বোর্ডের দিকে তাকিয়ে ছিলাম। আইসিইউতে আব্বু শুয়ে আছে শেষ দেখাও কি দেখতে পারবো না। সবাই বলে মন শক্ত করো, তোমার কিডনির জন্যে তুমি ভালনারেবল, হাসপাতালে যাওয়া চলবে না।

বসে রইলাম গাড়িতেই। কাজী ফয়সাল আহমেদ ভিতরে গেল, আমি বললাম আব্বুকে গোসলের জন্য যখন অ্যাম্বুল্যন্সে উঠাবে তখন দেখব। দেখবই। কারণ বুকে ব্যাথা শুরু হয়ে গেছে। মাকে তো হারিয়েছি, বাবাও নাই। রাত ৮:৩০ দিকে আব্বুকে বের করা হলো হাসপাতালের বাইরে। এক দৌড়ে গিয়ে আব্বুকে দেখা। কী সুন্দর শুয়ে আছে কথা বলে না। মাথায় হাত বুলিয়ে নিষ্ঠুরের মতো বাসায় ফিরে আসলাম।

সত্যি কাল থেকে আমি এতিম। আমার মা-বাবা নেই। সব পাল্টে যায় অল্প সময়েই। রাব্বির হাম হুমা কামা রাব্বাইয়ানি সাগিরা।”

আলাউদ্দিন আলী আলিফ আলাউদ্দিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর