বিয়ে করছেন ‘বাহুবলী’র বল্লালদেব ‘রানা দাগগুবতী’
৮ আগস্ট ২০২০ ১১:২০ | আপডেট: ৮ আগস্ট ২০২০ ১১:২১
বিয়ে করছেন ‘বাহুবলী’ সিনেমার খলনায়ক ‘বল্লালদেব’-খ্যাত রানা দাগগুবতী। কনে মিহিকা বাজাজ। আজ (৮ আগস্ট) হায়দরাবাদে অনুষ্ঠিত হবে এই তারকার বিয়ে।
ভারতীয় গণমাধ্যমে রানা দাগগুবতীর বাবা সুরেশ বাবু জানিয়েছেন, ‘৮ আগস্ট হায়দরাবাদে অনুষ্ঠিত হবে রানার বিয়ে। দুই পরিবারের সদস্যরা অনুষ্ঠানে অংশ নেবেন এবং বিয়েটি করোনভাইরাস মহামারী সম্পর্কিত সরকারি নির্দেশিকা মেনেই অনুষ্ঠিত হবে।’
গত ২১ মে অনুষ্ঠিত হয়েছিল তাদের এনগেজমেন্ট। রানা দাগগুবতীর বাগদত্তা মিহিকা বাজাজ চেলসি বিশ্ববিদ্যালয় থেকে ইন্টেরিয়র ডিজাইনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে ডিউ ড্রপ ডিজাইন স্টুডিও নামে একটি ইন্টেরিয়র ও ইভেন্ট ম্যানেজম্যান্ট ব্যবসা পরিচালনা করছেন তিনি।