Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় আক্রান্ত চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান


৮ আগস্ট ২০২০ ১০:১৬ | আপডেট: ৮ আগস্ট ২০২০ ১০:৪১

করোনায় আক্রান্ত হয়েছেন বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান পরিচালক সোহানুর রহমান সোহান। একই সাথে তার স্ত্রী-ও করোনায় আক্রান্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবরটি নিশ্চিত করেছেন বাচসাস সদস্য লিটন এরশাদ। তবে তাদের বর্তমান অবস্থা উন্নতির দিকে।

বাংলা চলচ্চিত্রের ইতিহাস সৃষ্টিকারী সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’-সহ বহু ব্যবসা সফল চলচ্চিত্রের নির্মাতা সোহানুর রহমান সোহান। তুমুল জনপ্রিয়তা পাওয়া এই ছবিটি দিয়েই নায়ক-নায়িকা হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু হয় সালমান শাহ ও মৌসুমী। এছাড়াও তার পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ ছবির মাধ্যমে সিনেমায় অভিষেক হয় নায়ক শাকিব খান’র।

বিজ্ঞাপন

একজন দক্ষ সংগঠক হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি’র টানা দুইবার মহাসচিব এবং দুইবার সহ-সভাপতি’র দায়িত্ব পালন করেছেন সোহানুর রহমান সোহান। বর্তমান কমিটিতে কার্যকরি সদস্য হিসেবে দায়িত্বরত আছেন তিনি।

কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্র পরিচালক সমিতি টপ নিউজ মৌসুমী শাকিব খান সালমান শাহ সোহানুর রহমান সোহান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর