করোনায় আক্রান্ত চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান
৮ আগস্ট ২০২০ ১০:১৬ | আপডেট: ৮ আগস্ট ২০২০ ১০:৪১
করোনায় আক্রান্ত হয়েছেন বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান পরিচালক সোহানুর রহমান সোহান। একই সাথে তার স্ত্রী-ও করোনায় আক্রান্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবরটি নিশ্চিত করেছেন বাচসাস সদস্য লিটন এরশাদ। তবে তাদের বর্তমান অবস্থা উন্নতির দিকে।
বাংলা চলচ্চিত্রের ইতিহাস সৃষ্টিকারী সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’-সহ বহু ব্যবসা সফল চলচ্চিত্রের নির্মাতা সোহানুর রহমান সোহান। তুমুল জনপ্রিয়তা পাওয়া এই ছবিটি দিয়েই নায়ক-নায়িকা হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু হয় সালমান শাহ ও মৌসুমী। এছাড়াও তার পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ ছবির মাধ্যমে সিনেমায় অভিষেক হয় নায়ক শাকিব খান’র।
একজন দক্ষ সংগঠক হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি’র টানা দুইবার মহাসচিব এবং দুইবার সহ-সভাপতি’র দায়িত্ব পালন করেছেন সোহানুর রহমান সোহান। বর্তমান কমিটিতে কার্যকরি সদস্য হিসেবে দায়িত্বরত আছেন তিনি।
কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্র পরিচালক সমিতি টপ নিউজ মৌসুমী শাকিব খান সালমান শাহ সোহানুর রহমান সোহান