Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘স্বজনপ্রীতি করে স্টার হওয়া যায় না’, কঙ্গনাকে কারিনা


৫ আগস্ট ২০২০ ১৭:০৯ | আপডেট: ৫ আগস্ট ২০২০ ১৮:১১

বলিউড সিনেমায় দুই দশক পার করছেন কারিনা কাপুর। ২০০০ সালে তার প্রথম ছবি ‘রিফিউজি’ দিয়ে যাত্রা শুরু করে আজ তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। কাপুর পরিবারের সন্তান হিসেবে তিনি চতুর্থ প্রজন্মের প্রতিনিধি। বলিউডের সাম্প্রতিক আলোচিত বিষয় স্বজনপ্রীতির তীর তার দিকেও। তাকে নিয়ে বিতর্কটা শুরু করেন বলিউডের আরেক অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সেই বিতর্কের জবাব দিলেন কারিনা কাপুর।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে স্বজনপ্রীতির প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বললেন, ‘লড়াই আমাকেও করতে হয়েছে। সেই গল্পটা হয়তো অতটা চিত্তাকর্ষক নয়, স্টার কিডদেরও টিকে থাকতে লড়াই করতে হয়। আসলে কে সফল হবে সেটা দর্শকই বিচার করে।’

বিজ্ঞাপন

নিজের দীর্ঘদিনের কেরিয়ার উল্লেখ করে তিনি বললেন, ‘স্রেফ স্বজনপ্রীতির জোরে বিশ বছর কাজ করা সম্ভব নয়। সুপারস্টারদের সন্তানদের একটা লম্বা তালিকা দিতে পারি যাদের ক্ষেত্রে এটা সম্ভব হয়নি। বেশি দিন টিকে থাকার রহস্যটা হচ্ছে আরও খেটে কাজ করা এবং এগিয়ে চলা।’

কারিনা উদাহরণ হিসেবে তুলে ধরেন শাহরুখ খান বা অক্ষয় কুমারের কথা, যারা কোনও খুঁটি ছাড়াই, কেবলমাত্র দর্শকদের সমর্থনের জোরেই বলিউডে জায়গায় করে নিয়েছেন। সাথে আরও দুজনের নাম- আয়ুষ্মান খুরানা ও রাজকুমার রাও। কারিনা বললেন, ‘এদের সকলকেই তৈরি করেছে দর্শক। এরা সবাই কিন্তু আউটসাইডার। তারা সফল কারণ তারা খেটেছেন। সেরকমই আলিয়া ভাট বা করিনা কাপুরও তাদের পেশার পিছনে সময় দেয়, খাটে। দর্শক আমাদের ছবি দেখতে চায়, কারণ তারা আনন্দ পায় সে সব ছবি দেখে। তাই এটা জোর দিয়েই বলতে পারি যে, কেবলমাত্র স্বজনপ্রীতি করে স্টার হওয়া যে যায় না।’

কঙ্গনা রানাওয়াত কারিনা কাপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর