Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাগরিকে ‘মাল্টি প্লাগ’


৫ আগস্ট ২০২০ ১৬:০৭

ঈদ উপলক্ষ্যে পরিচালক হারুন রুশো নির্মাণ করেছেন একক নাটক ‘মাল্টি প্লাগ’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাওন, পারসা ইভানা, রাইসা রিয়া, সায়মা আখতার, তানজিম হাসান অনিক ও নিথর মাহবুব।

‘মাল্টি প্লাগ’ প্রচারিত ঈদের ষষ্ঠ দিন বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১১টা ২৫ মিনিটে নাগরিক টিভিতে। নাটকটির কাহিনী, চিত্রনাট্যও করেছেন হারুন রুশো। নাটকের চিত্রগ্রহণ করেছেন সুজন মেহমুদ, নির্বাহী প্রযোজক আর এইচ সোহেল।

বিজ্ঞাপন

‘মাল্টি প্লাগ’র গল্প নিয়ে পরিচালক জানান, এতে দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন শাওন ও নিথর মাহবুব। দুই ভাইয়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ছোট ভাই একের পর এক প্রেম করে বেড়ায়। আর বড় ভাইয়ের মাথায় চুল কম বলে কোনও মেয়ে একবার তাকে টাকলু বলেছিল; তাই সে প্রেম বিয়ে তাকে টানে না।

একদিন বড় ভাই মজা করে ছোট ভাইয়ের এক্স গালফ্রেন্ডের (রাইসা রিয়া) ছবি তাকে ফেসবুক থেকে দেখাতে যায়, ছোট ভাইয়ের নজরে আটকে যায় এক্স গালফ্রেন্ডের পাশে থাকা এক মেয়ের(পারসা ইভানা) দিকে। শুরু হয় ছোট ভাইয়ের নতুন মিশন। কিন্তু কিছুতেই ওই মেয়ের মন পাওয়া যাচ্ছিল না। কিন্তু সত্যি সত্যি মেয়েটির প্রেমে হাবুডুবু খায় ছোট ভাই। কিন্তু বড় ভাই চান না ছোট ভাইয়ের জীবনটা তার মতো হোক। এসবের মধ্যে জন্ম নিতে থাকে মজার মজার ঘটনা।

পারসা ইভানা মাল্টি প্লাগ শাওন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর