Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাসলিমা মৌর ‘প্রেমে এতো জ্বালা’


৫ আগস্ট ২০২০ ১৫:৪৯

সঙ্গীতশিল্পী তাসলিমা মৌর নতুন মিউজিক ভিডিও ‘প্রেমে এতো জ্বালা’ প্রকাশ পেয়েছে। ঈদ উপলক্ষে ভিডিওটি সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে।

‘প্রেমে এতো জ্বালা’ গানটির কথা লিখেছেন এন আই বুলবুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন রবিউল আলম রাকিব।  তাসলিমা মৌর সঙ্গে গানটির ভিডিওতে মডেল হয়েছেন আদর আহমেদ।

সিলেটে চিত্রায়িত গানটির চিত্রগ্রাহক ছিলেন বিকাশ সাহা। পরিচালনা করেছেন সোহাগ খান এসকে।

নতুন ভিডিও গান প্রসঙ্গে তাসলিমা মৌ বলেন, ‘এই গানটি অনেকটা ফোকধর্মী। গানের কথা ও সুরে একটা অন্যরকম মায়া আছে। আশা করছি সেই মায়াটা দর্শক-শ্রোতদের ছুঁয়ে যাবে।’

তাসলিমা মৌ আরও জানান, খুব শিগগিরই বাংলাদেশি আইডল চ্যাম্পিয়ন মং-এর সঙ্গে তার একটি দ্বৈত গান রিলিজ হবে। এর বাইরেও কিছু একক গান আসবে।

তাসলিমা মৌ প্রেমে এতো জ্বালা