Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কখন খুলবে রাস্তা’ উদগ্রীব জয়া


৪ আগস্ট ২০২০ ১৮:৪৮

কলকাতা যাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছেন। ঢাকা থেকে বাংলাদেশ বিমান চালু হলেই তাতে প্রথম যাত্রী হবেন তিনি। ভারতীয় একটি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।

সাক্ষাৎকারে জয়া বললেন, ‘কলকাতা আমার জীবনে বিচ্ছিন্ন কিছু নয় আর। ঢাকা যদি হয় শেকড়, কলকাতায় আমি আমার ডালপালা মেলেছি। ওই যে আমার বাড়ির জানলা, তা তো যে কোনও বাড়ির চোখ। কলকাতার বাড়ির এই দীঘল চোখের জানলাটাই ছিল আমার মুক্তির দরজা। এর ভেতর দিয়ে বয়ে আসা হাওয়ার ঝাপট কোথায় উড়িয়ে নিয়ে যেত আমার ক্লান্তি, আমার অবসন্নতা। আহা, আমার মন–ভালর জানলা!’

বিজ্ঞাপন

করোনাকালিন লকডাউনে ঢাকায় ঘরবন্দি হয়ে আছেন জয়া। ওপারবাংলায় কাজ শুরু করার পর থেকে এত দীর্ঘসময় কলকাতাকে ছেড়ে থাকেননি তিনি। বললেন, ‘বর্ডার তো সিল করে দেওয়া আছে। যে দিন প্রথম ঢাকা থেকে বাংলাদেশ বিমান উড়বে সে দিন প্রথম যাত্রী বোধহয় আমিই হব। মাঝে ভেবেছিলাম, রোড ট্রিপ করে কলকাতা চলে যাই! সেখানেও পথ বন্ধ।’

ঘরবন্দি থাকলেও নিজেকে ব্যস্ত রেখেছেন বাগান আর ছবি দেখায়। তবে বই পড়তে পারেন নি। তার কারণ বলতে গিয়ে বললেন, ‘মনই বসছিল না! একটা মাছকে যদি জল থেকে বাইরে রাখা হয়? সে কেমন রাখা? এত দিন শুটিং ফ্লোরের বাইরে আমি! জুন থেকে শুট শুরু করার কথা ছিল।’ তবে এই মুহূর্তে ছবির কাজ শুরু করা ঠিক হবে না বলেই মনে করেন তিনি। পাশাপাশি দুঃখ করলেন ইন্ডাস্ট্রির অপরিসীম ক্ষতির কথা ভেবে। বললেন, ‘এক দিকে ক্ষতি, আর এক দিকে নিজেদের শুধরে নেওয়ার অনুভূতি। কখনও যুদ্ধ দিয়ে কি মানবজাতির সংশোধন হয়েছে? এ বার করোনার কারনে তা হল।’

এই দুঃসময় সহসাই কেটে যাবে, আসবে সুদিন- আর সকলের মতো জয়াও আশাবাদী। ও পারের রাস্তা খুলে যাবে, এই বিশ্বাস নিয়েই আছেন তিনি।

বিজ্ঞাপন

কলকাতা জয়া আহসান ভারতীয় গণমাধ্যম

বিজ্ঞাপন

ফর্মে ফিরেও বাবরের আক্ষেপ
৬ জানুয়ারি ২০২৫ ১২:২১

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর