করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন অমিতাভ বচ্চন
২ আগস্ট ২০২০ ১৭:৫৬ | আপডেট: ২ আগস্ট ২০২০ ২১:৩১
করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বলিউড মহাতারকা অমিতাভ বচ্চন। রবিবার মুম্বাইয়ের নানাবতী হাসপাতাল থেকে ছাড়া পেলেন তিনি। ছেলে অভিষেক বচ্চন ট্যুইটারে এই খবর শেয়ার করেছেন। অমিতাভের সর্বশেষ রিপোর্টে করোনাভাইরাস নেগেটিভ এসেছে। যদিও কোমর্বিডিটির কারণে হাসপাতালে থাকছেন অভিষেক।
রবিবার বিকেলে টুইট করে অনুরাগীদের সুখবর দেন অভিষেক বচ্চন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া একটি পোস্টে তিনি লেখেন, ‘আমার বাবার সর্বশেষ কোভিড পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। বাবাকে ইতিমধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আপাতত উনি বাড়িতেই বিশ্রামে থাকবেন। আপনাদের প্রার্থনা আর শুভ কামনার জন্য অসংখ্য ধন্যবাদ।’
তবে এরপরই অভিষেক জানান যে তিনি এখনও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে তিনি লিখেছেন, ‘কো-মর্বিডিটি থাকায় আমি এখনও করোনা পজিটিভ। তাই এখনও হাসপাতালেই থাকতে হবে। আমার পরিবারের পাশে থাকায় আপনাদের সবাইকে ধন্যবাদ।’
শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১০টা… ‘আমি করোনা আক্রান্ত। হাসপাতালে ভর্তি হলাম’- বলিউড মহাতারকার এমনই একটি পোস্টে যেন ঝড় উঠে গেল। সারা বিশ্বের সিনেমাপ্রেমীরা একসুরে ব্যস্ত হয়ে পরলেন অমিতাভ বচ্চনের আরোগ্য কামনায়। বিনোদন ইন্ডাস্ট্রি থেকে রাজনৈতিক ময়দানের ব্যক্তিত্বরা, প্রত্যেকেই উদ্বিগ্ন। কোটি কোটি ভক্তের বার্তা উপচে পড়ছে বিগ বি’র সোশ্যাল ওয়ালে! প্রার্থনায় সামিল রয়েছেন বলিউড-সহ বিভিন্ন তারকারাও। সামাজিক যোগাযোগ মাধ্যম ভরে উঠছে তাদের প্রার্থনায়।
অভিষেক বচ্চন অমিতাভ বচ্চন করোনামুক্ত অমিতাভ নানাবতী হাসপাতাল