Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্ধু দিবসে পূজা ও আনিকা’র ‘ফ্রেন্ডস’


২ আগস্ট ২০২০ ১৭:৩৬

বিশ্ব বন্ধু দিবস উপলক্ষে এবারই প্রথম বন্ধুত্বের গান নিয়ে হাজির হচ্ছেন গানের জগতের দুই বন্ধু বাঁধন সরকার পূজা ও তাসনিম আনিকা। বিশেষ কিছু করার পাশাপাশি উদ্দেশ্য নিজেদের সম্পর্কটা ঝালিয়ে নেওয়া আর সঙ্গে ভক্তদের জন্য বিশেষ উপহার।

‘ফ্রেন্ডস’ শিরোনামের এই গানটির কথা লিখেছেন ও সুর করেছেন আনিকা নিজেই। সংগীতায়োজন করেছেন মীর মাসুম। সম্প্রতি গানটির মিউজিক ভিডিওর শুটিং করা হয়েছে। ভিডিও পরিচালনা করেছেন তাসনিম আনিকা। এটি তারই ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে বন্ধু দিবস উপলক্ষে।

বিজ্ঞাপন

এই গান পূজা বললেন, ‘আনিকা আমার খুব ভালো বন্ধু। এবার আমরা দুজন মিলে বন্ধুত্বের গান করলাম। বেশ ভালো হয়েছে কাজটি। আশা করছি সবার ভালো লাগবে।’ পুজার সুরে সুর মিলিয়ে তাসনিম আনিকাও জানালেন, ‘পূজা ও আমার বন্ধুত্ব অল্প দিনেই বেশ গভীর। তাই ভাবলাম একটা গান করলে কেমন হয়! এরপরই গানটি গুছিয়ে ফেললাম। বন্ধুত্ব নিয়ে অনেক গানই হয়েছে। আমরা দুই বন্ধু মিলেও একটা গান গাইলাম। গানটি শ্রোতা বন্ধুদেরে শোনার আহ্বান জানাচ্ছি। বন্ধু দিবসে আশা করছি সবার ভালো লাগবে গানটি।’

‘ফ্রেন্ডস’ প্রকাশ পাচ্ছে আনিকার নিজস্ব ইউটিউব চ্যানেলে।

তাসনিম আনিকা ফ্রেন্ডস বাঁধন সরকার পূজা বিশ্ব বন্ধু দিবস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর