Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আত্মহত্যা নয়, সুশান্তের সঙ্গে ভয়ঙ্কর কিছু হয়েছে’ দাবী অঙ্কিতার


২ আগস্ট ২০২০ ১৭:০৫ | আপডেট: ২ আগস্ট ২০২০ ১৭:১২

‘সুশান্ত কোনও ভাবেই আত্মহত্যা করতে পারে না। আর অবসাদগ্রস্ত হওয়ার ছেলেও ও নয়। আমি নিশ্চিত ওর সঙ্গে ভয়ঙ্কর কিছু হয়েছে। আমি সেই ভয়ঙ্করকে জানতে চাই।’ ভারতীয় গণমাধ্যমের কাছে এমনটাই দাবী করলেন সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে।

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর দেড় মাস পর মুখ খুললেন তার প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে। সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা প্রসঙ্গে ভারতের ‘রিপাবলিক টিভি’কে দেওয়া একটি সাক্ষাৎকারে অঙ্কিতা বললেন, ‘মানুষ কেন আত্মহত্যা করে? এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে সুশান্ত বলেছিল আমার জীবনে এরকম কোনও পরিস্থিতি এলে আমার জাস্ট ১৫ মিনিট লাগবে নিজেকে ওই ভাবনা থেকে সরিয়ে নিয়ে অন্য কাজে মন দিতে।’

বিজ্ঞাপন

অবসাদে ভুগছিলেন সুশান্ত সিং রাজপুত- এই দাবীকে উড়িয়ে দিয়ে অঙ্কিতা জানালেন, ‘সুশান্ত অবসাদে ভোগের মতো ছেলেই নন। সাফল্য আর ব্যর্থতা দুটোই খুব সহজ ভাবে সে নিতে জানত।’ অঙ্কিতা আরও জানালেন, ছ’বছর লিভ-ইন রিলেশনশিপে ছিলেন তারা, সে সময় অঙ্কিতা দেখেছেন সুশান্ত ডায়েরি লিখতেন। তাতে সুশান্ত লিখেছিলেন, পাঁচ বছর পর কোথায় নিজেকে দেখতে চান। আর সেই লক্ষ্যের প্রত্যেকটা ও সম্পূর্ণ করেছে। অঙ্কিতা বললেন ‘এত পজিটিভ এনার্জির ছেলে হুট করে আত্মহত্যা করবে কেন?’

ব্যর্থতাকে কখনই ভয় পেতেন না সুশান্ত এমনটাই জানালেন অঙ্কিতা, বললেন, ‘আমাকে বলত কী হবে? আমার ফিল্ম চলবে না? তথ্যচিত্র বানাব। সেটা না চললে অরগ্যানিক ফার্ম করব।’ তীব্র ক্ষোভ জানিয়ে বললেন, ‘কোনও না কোনও পথে ও ঠিক বেরিয়ে যেত। আমার খুব খারাপ লাগছে এরকম ফোকাসড একজন মানুষের চলে যাওয়াকে অবসাদ আর আত্মহত্যা বলে অসম্মানিত করা হচ্ছে!’

বিজ্ঞাপন

সুশান্তের এই মৃত্যুর ন্যায়বিচার চেয়ে অঙ্কিতা বলেন, ‘কাউকে বাইপোলার বলে দেওয়া এত সহজ? আমি ওর সঙ্গে বহুদিন কাটিয়েছি। আমরা দু’জনে অনেক কঠিন সময়ের মধ্যে দিয়েও গিয়েছি। তাই জোর দিয়ে বলতে পারি সুশান্ত অবসাদে যাবেই না। ওর কাছে অনেক বিষয় ছিল নিজেকে জীবনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। কোথাও কোনও গণ্ডগোল আছে। শেষ এক বছর সবচেয়ে প্রিয় দিদির থেকেও দূরে চলে গিয়েছিল ও। কেন? আসল তথ্য এবার বেরিয়ে আসুক। আর কিছু চাই না আমি।’

গত ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাট থেকে ঝুলন্ত দেহ মিলেছিল অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। এরপর অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্তে নামে মুম্বাই পুলিশ। গত দেড় মাস ধরে তদন্ত চলাকালীন সময়ে একে একে জিজ্ঞাসাবাদ করা হয় পরিচালক করণ জোহর, সঞ্জয় লীলা বানশালী, মহেশ ভাট-সহ অন্তত ৪০ জনকে।

গত ২৫ জুলাই পাটনার একটি থানায় সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী এব‌ং আরও ছয় জনের বিরুদ্ধে সুশান্তকে আত্মহত্যায় মদত দেওয়ার অভিযোগ এনে এফআইআর করেন সুশান্তের বাবা কেকে সিং। সেই অভিযোগের পরে মুম্বই এসে তদন্ত শুরু করে বিহার পুলিশের একটি টিম।

এদিকে ইনস্টাগ্রাম স্টোরিতে কালো ব্যাকগ্রাউন্ডে সাদা অক্ষরে অঙ্কিতা লোখান্ডে লেখেন, ‘সত্যের জয়’। রিয়ার বিরুদ্ধে এফআইআর-এর পরপরই ইনস্টাগ্রামে অঙ্কিতার এই পোস্ট নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিভিন্ন জল্পনা-কল্পনা।

অঙ্কিতা লোখান্ডে সুশান্ত সিং রাজপুত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর