বলিউডে কাজ পাচ্ছেন না সোনু সুদ!
১ আগস্ট ২০২০ ১৭:৪০ | আপডেট: ১ আগস্ট ২০২০ ১৭:৪১
করোনার প্রভাবে চারিদিকে যখন দুঃসময়, চূড়ান্ত অনিশ্চিয়তায় অসহায় হয়ে দিনযাপন করছিলেন পরিযায়ী শ্রমিকরা, ঠিক তখনই তাদের পাশে এসে দাঁড়ান বলিউড অভিনেতা সোনু সুদ। পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছনো থেকে তাদের থাকা-খাওয়ার যাবতীয় দায়িত্ব পাল কর যাচ্ছেন তিনি। সাধারণ মানুষের কাছে বাস্তবের রক্তমাংসের হিরো হয়ে ওঠেন সোনু। আর এটাই ‘কাল’ হয়ে দাঁড়াল তার কেরিয়ারে! বলিউডে কাজ পাচ্ছেন না তিনি।
বাস্তবের হিরো সোনু সুদ’র এই ইমেজ সহ্য করতে পারছেন না বলিউডের পর্দার ‘হিরো’রা। প্রচলিত নায়কেরা এককথায় ‘হিংসা’ করছেন সোনুর এই ইমেজ! অনস্ক্রিনে এমন একজন অভিনেতার সঙ্গে তারা কাজ করতে চাইছেন না, যার বাস্তবে ‘হিরো’র ইমেজ রয়েছে। নায়কদের দাবি, কোনও ছবিতে যদি সোনুর সঙ্গে তাদের অ্যাকশন সিকোয়েন্স থাকে এবং সেখানে সোনুকে হিরোর হাতে মার খেতে হয়, তাহলে দর্শক তা মেনে নেবেন না। ফলে পরিচালকরা সোনু সুদকে ছবিতে নিতে চাইলেও প্রথম সারির বহু হিরোই নাকি পিছিয়ে আসছেন সেই প্রজেক্ট থেকে।