Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সর্বোচ্চ সংখ্যক নাটক নিয়ে ‘আরটিভি প্লাস’র ঈদ আয়োজন


১ আগস্ট ২০২০ ১২:১৫ | আপডেট: ১ আগস্ট ২০২০ ১২:১৬

ভিডিও অন ডিমান্ড (ভিওডি) প্লাটফর্ম ‘আরটিভি প্লাস’ নিয়ে এসেছে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। ঈদ উল আজহা উপলক্ষে আরটিভি প্লাস সর্বোচ্চ সংখ্যক নাটক নিয়ে আসছে। দর্শকদের নতুন ৩৭ টি কন্টেন্ট উপহার দিচ্ছে তারা। এর মধ্যে থাকছে একক নাটক ৩১টি, ৭ পর্বের ধারাবাহিক ২টি এবং ৪টি মিউজিক ভিডিও।

ঈদের দিন দুপুর ২টায় আরিফ এ অহনাম’র পরিচালনায় নাটক ‘প্রেম মানবিক বোমা’। এতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও নাজিয়া হক অর্ষা। রাত ৮টা ৩০ মিনিটে মাসুদ সেজান’র ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘হৈহৈরৈরৈ’। অভিনয়ে চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, শামীমা নাজনীন, মুসাকীর সায়েদ, হায়দার মিঠুন। রাত ৯টায় নাটক ‘ট্রাস্ট মি’। পরিচালনায় হাবিবুর রহমান। অভিনয়ে ইরফান সাজ্জাদ, শায়লা সাবি। রাত১০টায় রহমতুল্লাহ তুহিন’র নাটক ‘ওয়ান অ্যান্ড অনলি’। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব, জেসিন স্থাস্কয়ারস (অস্ট্রেলিয়া)। রাত ১১টায় ‘বনলতা ও জোনাকির গল্প’। পরিচালনায় সাগর জাহান। অভিনয়ে মোশাররফ করিম, জাকিয়া বারী মম। রাত ১২টায় ইমরাউল রাফাত’র পরিচালনায় ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘বৌ সামলানো সহজ উপায়’। অভিনয়ে আফরান নিশো, অপর্ণা ঘোষ, আরফান আহমেদ, মনিরা মিঠু।

বিজ্ঞাপন

ঈদের দ্বিতীয় দিন দুপুর ২টায় নাটক ‘বালি ও বেলা’। পরিচালনায় সকাল আহমেদ। অভিনয়ে সজল ও প্রভা। রাত ৮টা ৩০ মিনিটে মাসুদ সেজান’র ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘হৈহৈরৈরৈ’। রাত ৯ টায় নাটক ‘ছেলেটি সত্যি এসেছিলো’। অভিনয়ে ফজলুল সেলিম, নিলয় আলমগীর ও জাকিয়া বারী মম। রাত সাড়ে ৯ টায় নাটক ‘ভালো হতে পয়সা লাগেনা’। পরিচালনায় মিলন ভট্টাচার্য। অভিনয়ে আফরান নিশো, অপর্ণা ঘোষ, জামিল হোসাইন। রাত সাড়ে ১০টায় সঞ্জয় সমাদ্দার’র পরিচালনায় নাটক ‘আপনার ছেলে কি করে’। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব, তানজিন তিশা, সাবেরী আলম, ফখরুল বাসার মাসুম, নরেশ ভূইয়াঁ। রাত ১২টায় ইমরাউল রাফাত’র পরিচালনায় ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘বৌ সামলানো সহজ উপায়’। রাত সাড়ে ১২টায় নাটক ‘বিসিএস বক্কর এখন ব্যাংকার’। পরিচালনায় সকাল আহমেদ। অভিনয়ে চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, ফখরুল বাসার মাসুম, শফিক খান দিলু।

বিজ্ঞাপন

ঈদের তৃতীয় দিন দুপুর ২ টায় নাটক ‘অপচিন্তা’। পরিচালনায় তপু খান। অভিনয়ে শ্যামল মাওলা ও জেসিয়া। রাত ৮ টায় মিউজিক ভিডিও ‘বড় লোকের বেটি’। সঙ্গীত জেকে মজলিশ। শিল্পী আঁখি। রাত ৮টা ৩০ মিনিটে মাসুদ সেজান’র ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘হৈহৈরৈরৈ’। রাত সাড়ে ৯টায় নাটক ‘স্বার্থপর’। পরিচালনায় মিজানুর রহমান আরিয়ান। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব, মেহজাবিন চৌধুরী। রাত সাড়ে ১০টায় মাবরুর রশিদ বান্নাহ’র পরিচালনায় নাটক ‘ব্যঞ্জনবর্ণ’। অভিনয়ে মোশাররফ করিম, শায়লা সাবি, মনিরা মিঠু। রাত ১২টায় ইমরাউল রাফাত’র পরিচালনায় ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘বৌ সামলানো সহজ উপায়’। রাত সাড়ে ১২টায় নাটক ‘ওস্তাদ আলি চাঁদ বক্শি’। পরিচালনায় হিমু আকরাম। অভিনয়ে মীর সাব্বির, ফারিয়া শাহরিন।

ঈদের চতুর্থ দিন দুপুর ২ টায় নাটক ‘সিনবাদ’। পরিচালনায় রতন হাসান। অভিনয়ে ইরফান সাজ্জাদ, শায়লা সাবি। রাত ৮ টায় নাটক ‘চোখে চোখে লুকানো প্রেম’। পরিচালনায় রাফান মজুমদার রিংকু। অভিনয়ে ইরফান সাজ্জাদ, তানজিন তিশা। রাত ৮টা ৩০ মিনিটে মাসুদ সেজান’র ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘হৈহৈরৈরৈ’। রাত সাড়ে ৯টায় নাটক ‘দেখাহবে’। পরিচালনায় হিমেল আশরাফ। তাহসান খান, মোনালিসা। রাত ১০টায় নাটক ‘ভুলতে পারিনি’। পরিচালনায় বি ইউ শুভ। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব, সারিকা সাবাহ, মৌসুমী হামিদ। রাত ১২টায় ইমরাউল রাফাত’র পরিচালনায় ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘বৌ সামলানো সহজ উপায়’। রাত সাড়ে ১২টায় নাটক ‘অন্যরকম পরীর গল্প’। পরিচালনায় বি আর প্রিতম। অভিনয়ে তাহসান খান, তিশা।

ঈদের পঞ্চম দিন দুপুর ২ টায় নাটক ‘আড়ালে’। পরিচালনায় তপু খান। অভিনয়ে এফ এস নাঈম, অর্ষা। সন্ধ্যা ৭ টায় তপু খান’র পরিচালনায় নাটক ‘ট্যুর’। অভিনয়ে নীলয় আলমগীর, পায়েল, নিপুন আহমেদ, আনিকা। রাত ৮ টায় নাটক ‘হবি না আর কারো’। পরিচালনায় আজাদ আল মামুন। অভিনয়ে সাফিয়া আফরুজ ইথি, সনিকা। রাত ৮টা ৩০ মিনিটে মাসুদ সেজান’র ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘হৈহৈরৈরৈ’। রাত ৯টায় নাটক ‘খালেকের বউ নায়িকা হতে চায়’। পরিচালনায় আকাশ রঞ্জক। অভিনয়ে মীর সাব্বির, সাদিয়া জাহান প্রভা, ফারুক আহমেদ। রাত ১০টায় নাটক ‘ভেজ-ননভেজ’। পরিচালনায় বিশ্বজিৎ দত্ত। অভিনয়ে তৌসিফ মাহবুব, সাফা কবির। রাত ১২টায় ইমরাউল রাফাত’র পরিচালনায় ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘বৌ সামলানো সহজ উপায়’।

ঈদের ষষ্ঠদিন দুপুর ২ টায় নাটক ‘আমি তোমাকে বলে দেবো’। পরিচালনায় তুহিন হোসেন। অভিনয়ে তৌসিফ মাহবুব, সাফা কবির। রাত ৮টায় নাটক ‘ভুলতে বসেছি’। পরিচালনায় আজাদ আল মামুন। অভিনয়ে তুরাগ, সনিকা। রাত ৮টা ৩০ মিনিটে মাসুদ সেজান’র ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘হৈহৈরৈরৈ’। রাত সাড়ে ৯টায় নাটক ‘শো ডাউন সাদেক আলী’। পরিচালনায় মারুফ মিঠু। অভিনয়ে সালাহউদ্দিন লাভলু, উর্মিলা শ্রাবন্তী কর। রাত সাড়ে ১০টায় নাটক ‘মিথ্যা ঘটনা অবলম্বনে’। পরিচালনায় মাহমুদ হাসান রানা। অভিনয়ে ফারহান আহমেদ জোভান, সাবিলা নূর, মনিরা মিঠু। রাত ১২টায় ইমরাউল রাফাত’র পরিচালনায় ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘বৌ সামলানো সহজ উপায়’। রাত সাড়ে ১২টায় নাটক ‘দ্যা রিপোর্টার’। পরিচালনায় রাজিবুল আলম রাজীব। অভিনয়ে রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক, নাদিয়া আহমেদ, আরফান আহমেদ, আবুল হায়াত, নাবিলা।

ঈদের সপ্তম দিন দুপুর ২টায় নাটক ‘স্বপ্নভঙ্গ’। পরিচালনায় আশফাক। অভিনয়ে জয়া আহসান, নেভিল। রাত ৮টা ৩০ মিনিটে মাসুদ সেজান’র ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘হৈহৈরৈরৈ’। রাত সাড়ে ৯টায় নাটক ‘মারিয়ান’। পরিচালনায় জাকিউল ইসলাম রিপন। অভিনয়ে ইরফান সাজ্জাদ, প্রভা। রাত সাড়ে ১০টায় নাটক ‘মাজেদ মিয়ার স্ট্যাটাস’। পরিচালনায় মাহমুদ হাসান রানা। অভিনয়ে জাহিদ হাসান, নাবিলা ইসলাম। রাত ১২টায় ইমরাউল রাফাত’র পরিচালনায় ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘বৌ সামলানো সহজ উপায়’। রাত সাড়ে ১২টায় নাটক ‘ভুলকন্যা’। পরিচালনায় শাহরিয়ার নাজিম জয়। অভিনয়ে শাহরিয়ার নাজিম জয়, বিদ্যা সিনহা মিম, মাহমুদ সাজ্জাদ, লীনা আহমেদ।

আরটিভি আরটিভি প্লাস ঈদ আয়োজন

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর