Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের বিশেষ টেলিফিল্ম ‘গোলাপ ভ্রমণ’


৩০ জুলাই ২০২০ ২০:০৪

এবারের ঈদের জন্য টেলিফিল্ম নির্মাণ করলেন নির্মাতা মাহমুদ দিদার। ‘গোলাপ ভ্রমণ’ নামে এই টেলিফিল্মে অভিনয় করেছেন নূসরাত ইমরোজ তিশা, ইন্তেখাব দিনার, রাইসুল ইসলাম আসাদ, শম্পা রেজা এবং কেয়া।

‘গোলাপ ভ্রমণ’ টেলিফিল্মের গল্পে দেখা যায়, রোহেল এবং মেঘবতী বিয়ের দিনে হানিমুনে বেরিয়ে পড়ে সবাইকে চমকে দিতে। বিয়ের আগে রোহেল বলেছিল সে মেঘবতীকে একটা গোলাপ বাগান উপহার দেবে। সেই রাতে তারা সেই গোলাপ বাগানের সন্ধানে বেরোয়। আচমকা তাদের গাড়ির সামনে এসে পড়ে চা বাগানের এক নারী শ্রমিক। মেঘবতী মেয়েটিকে হাসপাতালে নিতে চায়। কিন্তু রোহেল তাকে উপেক্ষা করে সেখান থেকে পালায়। রাতে তারা এক বন্ধুর বাসায় আশ্রয় নেয়। সকালে উঠে মেঘবতীকে আর পাওয়া যায় না।

বিজ্ঞাপন

ঈদের আগের দিন (শুক্রবার) ২.৩৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে বিশেষ এই টেলিফিল্ম ‘গোলাপ ভ্রমণ’।

ইন্তেখাব দিনার গোলাপ ভ্রমণ নূসরাত ইমরোজ তিশা মাহমুদ দিদার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর