Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের শিশিরের সঙ্গে মুম্বাইয়ের মধুরা


২৯ জুলাই ২০২০ ১৪:৫২

কলকাতার মধুরা ভট্টাচার্য ও বাংলাদেশের শিশির এক সঙ্গে একটি গানে কণ্ঠ দিয়েছেন। ‘বৃষ্টি এলেই’ শিরোনামের গানটি প্রকাশিত হতে যাচ্ছে আসন্ন ঈদে।

‘বৃষ্টি এলেই’ গানটির কথা লিখেছেন সবুজ সানী। রেজোয়ান শেখের সংগীতে গানটিতে সুরারোপ করেছেন শিশির নিজেই। গানটি ধারণ হয়েছে মুম্বাইয়ের ‘গীতি অডিও ক্রাফট স্টুডিও’ তে। ‘শিশির অফিসিয়াল’ নামক ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে গানটি।

গানটি সম্পর্কে শিশির বলেন, ‘দারুন প্রফেশনাল আর্টিস্ট মধুরা। কাজটি সম্পন্ন করতে গিয়ে তার সহযোগিতায় আমি মুগ্ধ। আশা করছি শ্রোতারাও মুগ্ধ হবেন আমাদের গানটি শুনে।’

ইতোপূর্বে শিশিরের ‘একটা স্বপ্ন’, ‘অগোছালো প্রেম’, ‘জোছনার লুকোচুরি’, ‘তুই আমার অন্তরে’ এবং ‘হৃদয় জুড়ে তুমি’ গানগুলো শ্রোতাদের মুগ্ধ করে।

অন্যদিকে মধুরা ভট্টাচার্য জি বাংলা ও স্টার জলসা সিরিয়ালে ‘বোঝে না সে বোঝে না’, ‘তোমায় ছাড়া ঘুম আসে না মা’সহ বেশকিছু সিরিয়ালের টাইটেল গানে কণ্ঠ দিয়ে আলোচিত হয়েছেন। এছাড়া তিনি কলকাতা ও মুম্বাইয়ের সিনেমায় নিয়মিত প্লে-ব্যাক করছেন।

মধুরা ভট্টাচার্য শিশির

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর