Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১১টি ভিন্নধর্মী নাটক-টেলিফিল্ম সিনেস্পটে


২৯ জুলাই ২০২০ ১৪:০০

করোনাকালে চারপাশের সময় যেন থমকে গেছে। স্থবির হয়ে আছে বিনোদন পাড়াও। অন্যদিকে এবারের ইদেও খুলছে না সিনেমা হল। এই নিরস সময়ে ঘরবন্দি মানুষকে ইদ আমেজের ছোঁয়া দিতে ১১টি ভিন্নধর্মী নাটক ও টেলিফিল্ম নিয়ে দর্শক মাতাবে বিনোদন ভিত্তিক অ্যাপ সিনেস্পট।

ইদের আগের রাত থেকে ইদের ১০ম দিন পর্যন্ত এই আয়োজনে যা থাকছে এ আয়োজনে— রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় নাটক ‘বোধ’। অভিনয়ে মোশারফ করিম, আশিষ খন্দকার, রুনা খান ও তাসনুভা তিশা। প্রচারিত হবে ইদের আগের দিন সন্ধ্যা ৭টায়।

বিজ্ঞাপন

মিজানুর রহমান আরিয়ান পরিচালিত টেলিফিল্ম ‘শহর ছেড়ে পরাণপুর’ দেখা যাবে ঈদের দিন দুপুর ২টায়। এতে অভিনয় করেছেন ইয়াশ রোহান, নুসরাত ইমরোজ তিশা ও তাসনিয়া ফারিন।

টেলিফিল্ম ‘অপরূপা’ পরিচালনায করেছেন সঞ্জয় সমাদ্দার। অভিনয় করেছেন অর্পূব, মেহেজাবিন, সিয়াম নাসির, অনিক। প্রচারিত হবে ঈদের ২য় দিন দুপুর ২টায়। অশফাক নিপুনের পরিচালনায় টেলিফিল্ম ‘ভিকটিম’ দেখানো হবে ঈদের ৩য় দিন দুপুর ২টায়। এতে অভিনয় করেছেন অপি করিম, আফরান নিশো, সাফা কবির।

পরিচালক সঞ্জয় সমাদ্দারের আরেকটি টেলিফিল্ম ‘যে শহরে টাকা উড়ে’। প্রচারিত হবে ঈদের ৪র্থ দিন দুপুর ২টায়। অভিনয় করেছেন মোশারফ করিম, তাসনিয়া ফারিন, স্যামন্তি সৌমি। টেলিফিল্ম ‘ইতি মা’ পরিচালনা করেছেন আশফাক নিপুন। অভিনয় করেছেন আফরান নিশো, ঈশিতা, আবির মির্জা, শিল্পি সরকার অপু। প্রচারিত হবে ইদের ৫ম দিন দুপুর ২টায়। টেলিফিল্ম ‘পলিটিক্স’ পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার। অভিনয় করেছেন অর্পূব, তানজিন তিশা, শিমুল খান, রাশেদ মামুন অপু। প্রচার হবে ৬ষ্ঠ দিন দুপুর ২টায়।

বিজ্ঞাপন

শামিম জামানের পরিচালনায় নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘কন্ট্রাক্ট’। অভিনয় করেছেন মোশাররফ করিম, জাহারা মিতু। প্রচারিত হবে ইদের ৭ম দিন দুপুর ২টায়। ইমরাউল রাফাত নির্মাণ করেছেন একক নাটক ‘তোমায় নিয়ে’। অভিনয় করেছেন তৌসিফ, মেহেজাবিন, ইয়াশ রোহান। প্রচারিত হবে ইদের ৮ম দিন দুপুর ২টায়।

সোহেল আরমান পরিচালনা করেছেন ‘মিথ্যে প্রেম’। অভিনয় করেছেন অর্পূব, তানহা তাসনিয়া। প্রচারিত হবে ইদের ৯ম দিন দুপুর ২টায়। রাফাত মজুমদার রিংকু নির্মাণ করেছেন একক নাটক ‘অপরাধী’। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহাবুব, সাবিলা নুর, কাজী উজ্জ্বল। প্রচারিত হবে ঈদের ১০ম দিন দুপুর ২টায়।

সিনেস্পট অ্যাপের পাশাপাশি নাটকগুলো দেখা যাবে লাইভ টেকনোলজিসের ইউটিউব চ্যানেল লাইভটেকে।

টেলিফিল্ম নাটক সিনেস্পট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর