Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চার সিনিয়রের উদ্যোগে কর্মবিরতি থেকে সরলো শিল্পী সমিতি


২৮ জুলাই ২০২০ ২৩:২৩ | আপডেট: ২৮ জুলাই ২০২০ ২৩:২৪

সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানকে বয়কটের প্রতিবাদে ১৮ সংগঠনকে এক সপ্তাহের সময় বেঁধে দিয়েছিলো চলচ্চিত্র শিল্পী সমিতি। গত ১৯ জুলাই এক ঘোষণায় তারা বলেছিলেন, বয়কট তোলা না হলে তারা কর্মবিরতিতে যাবেন। তবে সমিতি আপাতত কর্মবিরতিতে যাচ্ছে। সমস্যা সমাধানের জন্য ধারস্থ হয়েছেন চার সিনিয়র শিল্পীর। তারা কর্মবিরতির সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।

সংসদ সদস্য ও অভিনেতা ফারুক, অভিনেতা সোহেল রানা, আলমগীর ও ইলিয়াস কাঞ্চনকে শিল্পী সমিতি থেকে অনুরোধ করা হয়েছে সংকট থেকে উত্তরণে সাহায্য করার জন্য। জানা গেছে, তারা শিল্পী সমিতির নেতাদের কড়া ভাষায় নিষেধ করেছেন এ বিষয়ে কোন মন্তব্য কোথাও না করতে এবং কর্মবিরতি প্রত্যাহার করতে। একই সঙ্গে তারা প্রযোজক সমিতির সঙ্গে এ নিয়ে কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, ‘করোনায় এখন তো এমনিতেই কাজ বন্ধ। তাই কর্মবিরতিতে যাওয়াটাও মানানসই হয় না। তারপরও মূল কথা হলো, আমরা শান্তিপূর্ণ সমাধান চাই। তাই কর্মবিরতি থেকে পিছিয়ে আসা।’

 ‘আমরা চাই শান্তিপূর্ণভাবে কাজ করতে। সম্মানিত সিনিয়র শিল্পীরা বলেছেন এ বিষয়ে কোন কথা আর না বলতে। তারা মুরব্বি, তাদের কথা মতোই আমরা চলবো।’

উল্লেখ্য, গত ১৫ জুলাই চলচ্চিত্রের ১৮ সংগঠন গত বছরের চলচ্চিত্র দিবসের ৬ লাখ টাকার হিসেব না দেওয়া, শিল্পীদের সঙ্গে অশোভন আচরণ ও গত অক্টোবরে নেওয়া প্রযোজক সমিতির সিদ্ধান্তের সরাসরি বিরোধীতা করার অপরাধে বয়কট করা হয়। একই সঙ্গে জানানো হয় মিশা সওদাগরও তিন মাস আগে থেকে ‘বয়কট’ হয়ে আছেন।

চলচিত্র শিল্পী সমিতি চলচ্চিত্র প্রযোজক সমিতি টপ নিউজ সমঝোতা

বিজ্ঞাপন

টিভি শো উপস্থাপনায় তাহসান
২২ জানুয়ারি ২০২৫ ১৭:৩৪

আরো

সম্পর্কিত খবর