Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জো-সোফি দম্পতির ঘরে নতুন অতিথি


২৮ জুলাই ২০২০ ১৬:৩৭ | আপডেট: ২৮ জুলাই ২০২০ ১৬:৩৮

মেয়ে সন্তানের মা-বাবা হয়েছেন তারকা দম্পতি সোফি টার্নার ও জো জোনাস। সোফি টার্নারের এক প্রতিনিধি  বিবৃতিতে এ সুখবর জানান। তিনি বলেন, সোফি টার্নার ও জো জোনাস দম্পতি অত্যান্ত আনন্দের সঙ্গে জানাচ্ছেন, তাদের প্রথম সন্তানের জন্ম হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, গত সপ্তাহের বুধবার (২২ জুলাই) লস অ্যাঞ্জেলসের এক হাসপাতালে এ তারকা দম্পতির প্রথম সন্তানের জন্ম হয়। মেয়ের নাম রাখা হয়েছে উইলি।

‘জোনাস ব্রাদারস’ ব্যান্ডের অন্যতম সদস্য জো জোনাস ও গেম অব থ্রন্সের সানসা স্টার্ক চরিত্রে অভিনয় করা সোফি টার্নার গত বছর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তবে দু’জনের প্রেমের সম্পর্ক শুরু হয় ২০১৬ সাল থেকে। গত ফেব্রিয়ারিতেই জানা যায়, সোফি টার্নার অন্তঃসত্ত্বার খবর। তবে সোফি-জোনাস দম্পতি এ খবর যতটা সম্ভব গোপন রাখারই চেষ্টা করেছিলেন।

উইলি জো জোনাস সোফি টার্নার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর