‘গ্লোডেন গ্লোব’ আগামী বছরের ফেব্রুয়ারিতে
২৮ জুলাই ২০২০ ১৪:২৮
টেলিভিশন ও সিনেমার অন্যতম পুরস্কার ‘গোল্ডেন গ্লোব’। করোনার কারণে আসরটি পিছিয়ে পড়েছে। তবে এবারের ৭৮তম আসরের ভোটের তারিখ ঘোষণা করেছে হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। একই সঙ্গে জানা গেছে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি আসরটি বসবে।
৭৮তম গ্লোডেন গ্লোব সঞ্চালনা করবে টিনা ফে ও অ্যামি পোহলার। তবে এটা নিশ্চিত নয়, গোল্ডেন গ্লোবের এই কিস্তিতে অতিথিরা উপস্থিত থাকবেন কি-না। এ ছাড়া অভিনেতারা কীভাবে প্রচারণায় অংশ নেবেন। সাধারণত আন্তর্জাতিক সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়— এবার কী হবে জানায়নি আয়োজকরা।
ব্যতিক্রমী অর্থে এবার গোল্ডেন গ্লোবে অন্তর্ভুক্ত হচ্ছে ১৪ মাসে মুক্তি পাওয়া সিনেমা। চলতি বছরের জানুয়ারি থেকে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত রিলিজ হতে যাওয়া সিনেমা অংশ নেবে এ আসরে। অস্কারের আসরও ফেব্রুয়ারি থেকে পিছিয়ে ২৫ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। সেক্ষেত্রে প্রতিযোগিতায় অংশ নেওয়া ছবির মুক্তির পরিসরও বেড়েছে।