Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অক্ষয়’র হাত ধরে শুরু হচ্ছে বলিউড সিনেমার শুটিং


২৭ জুলাই ২০২০ ২০:১২

আর কয়েক দিনের মধ্যেই শ্যুটিং শুরু হতে চলেছে বলিউড সিনেমায়। আর সে দায়িত্ব নিলেন অক্ষয় কুমার। তার নতুন ছবি ‘বেলবটম’র শুটিং শুরু করছেন তিনি। তবে মুম্বাইয়ে নয়, আউটডোরে, একেবারে দেশের বাইরে।

ভারতীয় গণমাধ্যম সুত্রে জানা যায়, অগাস্ট মাসের যে কোন সময়েই অক্ষয় কুমার, বাণী কাপুর, লারা দত্ত, হুমা কুরেশি এবং কলাকুশলী সহ ছোট্ট একটা টিম উড়ে যাবে ইউকে-এর উদ্দেশ্যে। সমস্ত বিধি-নিষেধ মেনে শ্যুটিং করা হবে বলে জানিয়েছেন ছবির নির্মাতারা।

বিজ্ঞাপন

‘বেলবটম’ ছবির প্রযোজনা সংস্থা থেকে জানানো হয়েছে, সব রকম উপযুক্ত পদক্ষেপ নিয়েই কাজ শুরু করা হবে। ফেস শিল্ড, মাস্ক, স্যানিটাইজার এসব তো থাকবেই। পাশাপাশি একধরনের বিশেষ ঘড়ির ব্যবস্থা করা হয়েছে, যা সকল ক্রু মেম্বারকে পরতে হবে। এই ঘড়ির দ্বারা, অক্সিজেন লেভেল, শরীরের তাপমাত্রা, রক্তচাপ, পালস রেট ও স্ট্রেস লেভেল মাপা যাবে। একটি ড্যাশ বোর্ড তৈরি করা হয়েছে, কারও স্বাস্থ্যের অবনতি ঘটলে তা সঙ্গে সঙ্গে ড্যাশ বোর্ডে দেখা যাবে। সামাজিক দূরত্ব বজায় রেখেই কাজ করা হবে। শুধু তাই নয়, সেট-এ সবসময় থাকবেন করোনা বিশেষজ্ঞ একজন চিকিৎসক।

আশির দশকের নায়ক পরভেজ শেইখের জীবন অবলম্বনে তৈরি ‘বেলবটম’ ছবিটি পরিচালনা করছেন রঞ্জিত এম তিওয়ারি। সবকিছু ঠিকমতো শেষ করতে পারলে ২০২১ সালের ২রা এপ্রিল মুক্তি পাওয়ার কথা এই ছবির।

অক্ষয় কুমার বলিউড বেলবটম

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর