Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবারের ঈদেও মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠান


২৭ জুলাই ২০২০ ১৩:০৯

বাংলাদেশের মিডিয়া জগতের পুরোধা ব্যক্তিত্ব ড. মাহফুজুর রহমান। তারই উদ্যোগে প্রতিষ্ঠিত দেশের প্রথম বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। সঙ্গীতের প্রতি তার রয়েছে অসীম ভালোবাসা। প্রতি ঈদের মতো এবারের ঈদেও আসছে তার এক সঙ্গীতানুষ্ঠান— এক পৃথিবী স্বপ্ন দিলে।

ড. মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠানটি প্রচার হবে এটিএন বাংলায় ঈদের পরদিন রাত সাড়ে ১০টায়। এবারের অনুষ্ঠানে রয়েছে মোট ১০টি গান।

বিজ্ঞাপন

গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং ড. মাহফুজুর রহমান। গানগুলর শিরোনাম— উত্তর দিও, মন ওরে মন, মনে পড়ে, শুধু তুমি, তোমাকে চাই, এক পৃথিবী স্বপ্ন, এখনো রাত জেগে, আকাশের চাঁদ, তোমার মনের মাঝে এবং আজ আমার জন্মদিন  চাই।

তার গাওয়া গান নিয়ে ২০১৬ সালের কোরবানীর ঈদে প্রচার হয় ‘হৃদয় ছুঁয়ে যায়’ শিরোনামের অনুষ্ঠান। পরবর্তী বছর রোজার ঈদে ‘প্রিয়ারে’ এবং কোরবানীর ঈদে  ‘স্মৃতির আল্পনা আঁকি’, ‘মনে পড়ে তোমায়’ এবং ‘বলোনা তুমি কার। গত বছর প্রচার হয় ‘মন থেকে রইলো শুভ কামনা’ এবং ‘একইতো আকাশ দেখি’। এ বছর ঈদ উল ফিতরে প্রচার হয় শিল্পীর একক সঙ্গীতানুষ্ঠান ‘ হিমেল হাওয়া ছুঁয়ে যায় আমায়’।

এক পৃথিবী স্বপ্ন দিলে ড.মাহফুজুর রহমান

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর