Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লুৎফর হাসানের ‘কার বালিশে ঘুমাও’


২৭ জুলাই ২০২০ ১৩:০৫ | আপডেট: ২৭ জুলাই ২০২০ ১৩:০৬

‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’ গানের মাধ্যমে এক দশক আগে অভিষেক হয় কণ্ঠশিল্পী লুৎফর হাসানের। তারপর থেকে লেখা, সুর ও গাওয়া নিয়ে ব্যস্ততা। এ পর্যন্ত তার একক অ্যালবামের সংখ্যা সাতটি। মিক্সড অ্যালবাম ৫০ এর অধিক। সিঙ্গেল ট্র্যাকের জোয়ার শুরু হলে প্রতি উৎসবেই তিনি গান প্রকাশ করে থাকেন। সেই ধারাবাহিকতায় এবারের ঈদে প্রকাশ পাচ্ছে তার নতুন গান ‘কার বালিশে ঘুমাও’।

নিজের লেখা ও সুরে লুৎফর হাসান এই গান গেয়েছেন আমজাদ হোসেনের সংগীতে। গানের ভিডিও নির্মাণ করেছেন আল মাসুদ। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) এর ব্যানারে প্রকাশ পাচ্ছে গানটি।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে লুৎফর হাসান বলেন, প্রেমিক হৃদয়ের আক্ষেপ আর আকুলতার গান ‘কার বালিশে ঘুমাও’। মনোমুগ্ধকর লোকেশনে চিত্রায়ন করা হয়েছে গানটির ভিডিও। আশা করছি সবার ভালো লাগবে।

ধ্রুব মিউজিক স্টেশনের  ইউটিউব চ্যানেলে ঈদ উৎসবের অংশ হিসেবে আগামী  ২৮ জুলাই ‘কার বালিশে ঘুমাও’ গানটির ভিডিও প্রকাশ পাবে।

কার বালিশে ঘুমাও লুৎফর হাসান

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর