প্রকাশিত হলো অংকনের ‘তৃষ্ণা’
২৪ জুলাই ২০২০ ১৪:০১ | আপডেট: ২৪ জুলাই ২০২০ ১৫:৫৯
এ প্রজন্মের সঙ্গীতশিল্পী অংকনের নতুন গান ‘তৃষ্ণা’ প্রকাশিত হয়েছে। গানটির কথা লিখেছেন তারেক আনন্দ। সুরারোপ ও সঙ্গীতায়োজন করেছেন হৃদয় হাসিন।
প্রেম-বিরহ আর আবেগের গল্পে, বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন ভিকি জাহেদ। এতে অংকনের সাথে মডেল হিসেবে আছেন খায়রুল বাশার।
অংকন বলেন, ‘তৃষ্ণা গানটি প্রকাশ হবার পর ভালই সাড়া পাচ্ছি। এর জন্যআমি আমার ভক্ত ও শ্রোতাদের কাছে কৃতজ্ঞ। তারা এর আগে আমার মৌলিক গানগুলো গ্রহণ করেছেন, সব সময় আমার পাশে থেকেছেন।’
অংকনের গানের হাতেখড়ি সেই ছোট্টবেলায় বাবার কাছে। বাবা চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা সংগীত নিকেতনের প্রশিক্ষক। মা ও গান করেন। একটি রিয়েলিটি শো এর মাধ্যমে সঙ্গীতাঙ্গণে প্রবেশ করলেও ইতোমধ্যে নিজের একক মৌলিক গান প্রকাশ করে প্রশংসা কুড়িয়েছেন অংকন।
‘তৃষ্ণা’ প্রকাশিত হয়েছে ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে। অংকনের প্রথম মৌলিক গান ‘ভালো থাকতে দিলি না’ও একই জায়গা থেকে প্রকাশিত হয়েছিলো।