Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মা হচ্ছেন নিকি মিনাজ


২১ জুলাই ২০২০ ১৮:০১ | আপডেট: ২১ জুলাই ২০২০ ১৮:০৬

মা হতে যাচ্ছেন মার্কিন পপ তারকা নিকি মিনাজ। সোমবার (২০ জুলাই) ইন্সটাগ্রামে নিকি মিনাজ নিজেই এ সুখবর জানিয়েছেন। ইন্সটাগ্রামে ছবি পোস্ট করে তিনি লিখেন- প্রেম, বিয়ে। গর্ভাবস্থা। আমি উচ্ছ্বসিত। আমাকে শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ।

এর আগে ২০১৯ সালে পুরনো বন্ধু র‍্যাপার কেন্নেথ পিটির সঙ্গে বিয়ের ঘোষণা দিয়ে ভক্তদের চমক দিয়েছিলেন নিকি মিনাজ। ১৬ বছর বয়স থেকেই কেন্নেথ পিটির সঙ্গে সম্পর্ক ছিলো নিকি মিনাজের। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার এক বছরের মাথায় প্রথম সন্তানের আগমনের আগাম সুসংবাদ দিলেন জনপ্রিয় এই র‍্যাপার।

বিজ্ঞাপন

ওনিকা তানিয়া মারাজ-পেটি পেশাগতভাবে নিকি মিনাজ নামে পরিচিত। বিশ্ব সঙ্গীত জগতে র‍্যাপার, গায়ক, গীতিকার হিসেবে ব্যাপক পরচিত তিনি। এছাড়া তিনি একজন অভিনেত্রী এবং মডেল। নিকি মিনাজকে সর্বকালের অন্যতম প্রভাবশালী নারী র‌্যাপার হিসেবে মনে করা হয়। বিনোদন জগতে তিনি “র‌্যাপের কুইন” হিসেবেও পরিচিত।

নিকি মিনাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর