Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাকাল নিয়ে স্বল্পদৈর্ঘ্য ‘শঙ্কিত সময়’


২১ জুলাই ২০২০ ১৭:১১

করোনাভাইরাস সময় নিয়ে অনেক স্বল্পদৈর্ঘ্যই নির্মিত হয়ছে। এবার আলক হাসান নির্মাণ করলেন ‘শঙ্কিত সময়। স্বল্পদৈর্ঘ্যটির কাহিনি লিখেছেন শ্যামল শিশির।

নির্মাতা সূত্রে জানা গেছে, আমাদের সমাজের মানুষ এমনিতেই নানান কুসংস্কারে বিশ্বাস করে। করোনাভাইরাস নিয়েও আমাদের মাঝে এর প্রভাব আরও বেড়েছে। এসব নিয়েই নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্যটি।

‘শঙ্কিত সময়’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তানহা তাসনিয়া, এসএম জনি, এসএই ফারুক, নাজনীন হীরা, বাঁধন প্রমুখ।

তানহা তাসনিয়া বলেন, ‘শঙ্কিত সময় করোনা ভাইরাস রিলেটেড। ফ্যামিলি ড্রামা ও রোমান্টিক ঘরানার গল্পের উপর কাহিনীচিত্রটি নির্মিত হয়েছে। দারুণ একটি গল্প, আশাকরি কাজটি সবারই ভালো লাগবে।’

‘শঙ্কিত সময়’ প্রযোজনা করেছেন জাহিদ হাসান অভি। তিনি জানান ঈদের আগেই স্বল্পদৈর্ঘ্যটি অনলাইন প্লাটফর্মে দর্শকের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

তানহা তাসনিয়া শঙ্কিত সময়

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর