Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মাসুদ রানা’ হবে ‘এম আর নাইন’র প্রিক্যুয়েল


২০ জুলাই ২০২০ ২২:০৯

কাজী আনোয়ার হোসেনের সৃষ্ট জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ‘মাসুদ রানা’কে নিয়ে দুটি ছবি হচ্ছে— মাসুদ রানা ও এম আর নাইন। করোনাভাইরাসের কারণে ছবি দুটি আটকে আছে। তবে দুটি ছবির মধ্যে ‘মাসুদ রানা’র পরিচালক সৈকত নাসির জানিয়েছেন, ‘মাসুদ রানা’ হচ্ছে ‘এম আর নাইন’র প্রিক্যুয়েল অর্থাৎ আগের গল্প।

তিনি সারাবাংলাকে বলেন, মাসুদ রানার ‘বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্স (বিসিআই)’-এ যোগ দেওয়ার আগের কাহিনি দেখানো ‘মাসুদ রানা’ ছবিতে। আর ‘এম আর নাইন’-এ তার বিসিআইয়ে যোগ দেওয়ার পরের কাহিনি দেখানো হবে।

বিজ্ঞাপন

সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’র নায়ক রাসেল রানা। তিনি চ্যানেল আইয়ে প্রচারিত ‘কে হবে মাসুদ রানা’ প্রতিযোগীতার বিজয়ী। এ ‘মাসুদ রানা’র সহযোগী হিসেবে রয়েছে ইউনিলিভার বাংলাদেশ।

অন্য দিকে ‘এম আর নাইন’ পরিচালনা করবেন হলিউডের আসিফ আকবর। এতে অভিনয়ের কথা রয়েছে বাংলাদেশি অভিনেতা এবিএম সুমন।

এম আর নাইন মাসুদ রানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর