Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসছে ক্যাটরিনা’র নতুন ছবি ‘ফোন ভূত’, সঙ্গে সিদ্ধান্ত ও ঈশান


২০ জুলাই ২০২০ ২১:১৫

ভূত সংক্রান্ত যে কোনও সমস্যার সমাধান করতে আসছে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সঙ্গে আছেন সিদ্ধান্ত চতুর্বেদী ও ঈশান খট্টর। সিনেপ্রেমীদের মন কাড়তে ভিন্ন স্বাদের ছবি নিয়ে হাজির হচ্ছে পরিচালক প্রযোজক ও অভিনেতা ফারহান আখতার এবং রীতেশ সিধওয়ানি। তাদের প্রযোজনা সংস্থা ‘এক্সেল এন্টারটেইনম্যান্ট’র পক্ষ থেকে নতুন এই ছবির ঘোষনা দেয়া হয়। ছবির নাম- ‘ফোন ভূত’।

ইনস্টাগ্রাম পোস্টে ছবির একটি পোস্টার শেয়ার করে লেখা হয়েছে, ‘২০১৯ সালের সুপারহিট ছবি গল্লি বয় এবং আগামী ছবি তুফানের পর আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা এক্সেলের পক্ষ থেকে। আসছে ‘ফোন ভূত’। তবে একটা কথা দর্শকদের আমরা জানিয়ে দিতে চাই- ক্যাটরিনা, সিদ্ধান্ত এবং ঈশানের ‘ফোন ভূত’র যে ছবিটি শেয়ার করা হয়েছে তা লকডাউন শুরু হওয়ার আগে শ্যুট করা হয়েছিল।’

বিজ্ঞাপন

করোনার থাবায় যখন বলিউডের গতি প্রায় থমকে গিয়েছে, তখনই নতুন ছবি ঘোষণা করল ‘এক্সেল এন্টারটেইনম্যান্ট’। দর্শকদের তাদের পরবর্তী উপহার একটি হরর কমেডি ছবি ‘ফোন ভূত’। ক্যাটরিনা, সিদ্ধান্ত এবং ঈশান- এই প্রথম তিন তারকাকে একসঙ্গে কাজ করতে দেখা যাবে। আগামী বছর অর্থাৎ ২০২১ সালে সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি।

ঈশান খট্টর এক্সেল এন্টারটেইনম্যান্ট ক্যাটরিনা কাইফ ফারহান আখতার ফোন ভূত বলিউড রীতেশ সিধওয়ানি সিদ্ধান্ত চতুর্বেদী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর