Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছয়মাস বন্ধ, আজ থেকে আবার চালু চীনের সিনেমা হল


২০ জুলাই ২০২০ ১৭:৫০

নতুন সপ্তাহ থেকে আর বাড়িতে বসে নয়, হলে গিয়েই সিনেমা দেখতে পারবেন চীনের বাসিন্দারা। তবে তাদেরকে মানতে হবে একাধিক নিয়ম। হলের কর্মী এবং দর্শকদের সবাইকে মাস্ক পরে থাকা বাধ্যতামূলক। প্রত্যেকটি হলের সামনে রয়েছে থার্মাল স্ক্যানার। প্রবেশের সময় তাতে দর্শকদের শরীরের তাপমাত্রা মাপা হবে। প্রেক্ষাগৃহের ভিতরে অন্তত ১ মিটার দূরত্ব রেখে বসতে হবে দর্শকদের, কোনও খাবার বা পানীয় সরবরাহ করা হবে না। টিকিট আগে থেকে অনলাইনে কেটে রাখতে হবে। এত কিছু মেনে চললে, তবেই হলে গিয়ে সিনেমা দেখার আনন্দ ফিরে পাবেন চীনের সিনেমাপ্রমীরা।

বিজ্ঞাপন

একাধিক বিধিনিষেধ মেনে আজ (সোমবার) থেকে খুলে গেল চীনের সিনেমা হল গুলো। করোনার কারনে এ বছরের প্রায় শুরু থেকেই বন্ধ ছিল সিনেমা হল গুলো। ৬ মাস পর সোমবার থেকে হল খুলে যাওয়ায় স্বস্তিতে হল মালিকরা। বড়সড় লোকসান থেকে মুক্তির পথ খুঁজে পেলেন প্রযোজকরাও।

এদিকে গত সপ্তাহে চিনের ফিল্ম অ্যাডমিনিস্ট্রেশন বৈঠক করে সিদ্ধান্ত নেয় যে খুব কম সংক্রমিত এলাকায় সিনেমা হল গুলো খুলে দেয়া যায়। তবে আগের মতো পুরো হল জুড়ে নয়, শুধুমাত্র ৫০ শতাংশ দর্শক নিয়ে চালু করা যাবে সিনেমা হল।

সিনেমা সংক্রান্ত ব্যবসায়িক লেনদেনের দিক থেকে চীন হচ্ছে বিশ্বের দ্বিতীয় দেশ- যাদের এই সংক্রান্ত ব্যবসায়িক লেনদেন সবচেয়ে বেশি হয়। ২০১৯ সালে এই অংকটা ছিল ৯০০ কোটি ডলারেরও বেশি। কিন্তু দীর্ঘ ৬ মাসের লকডাউনে তা সেই ব্যবসা একেবারে বন্ধ হয়ে গিয়েছিল।

ছবিঃ সংগৃহীত

করোনা কাল চীনের সিনেমা হল সিনেমা হল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর