দেখতে একই, সুশান্তের চরিত্রে ‘আউটসাইডার’ শচীন
২০ জুলাই ২০২০ ১৬:৪৫ | আপডেট: ২০ জুলাই ২০২০ ১৭:৫৩
দেখতে অনেকটা একই। সেই আবেগঘন চোখের চাহনি, কপালের উপর এসে পড়া চুল, নাচের স্টাইল- সবই যেন সুশান্ত সিং রাজপুতের মতো। তিনি শচীন তিওয়ারি। সুশান্তের মতোই চালচলন, মুখের হাসি। অনেকেই শচীনকে সুশান্তের ‘কার্বন কপি’ও বলছেন। এবার তাকেই সুশান্তের ভূমিকায় দেখা যাবে প্রযোজক বিজয় শেখর গুপ্ত’র ‘সুইসাইড অর মার্ডার: আ স্টার ওয়াস লস্ট’ ছবিতে।
প্রযোজক বিজয় শেখর গুপ্ত সোশ্যাল মিডিয়ায় ‘সুইসাইড অর মার্ডার: আ স্টার ওয়াস লস্ট’ ছবির পোস্টার শেয়ার করে লিখেছেন, এই ছবির জন্য ‘আউটসাইডার’ শচীনকেই বেছে নিয়েছেন তিনি। পর্দায় প্রয়াত নায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে।
উত্তরপ্রদেশের বাসিন্দা শচীন তিওয়ারি। নিজে ফিট থাকা এবং অন্যকে ফিট রাখাটাই তার নেশা। ফেসবুক, ইনস্টাগ্রামের মতো বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে তিনি বেশ জনপ্রিয়। তার নাচ কিংবা অভিনয়ের ভিডিওর প্রশংসা করে থাকেন অনেকেই। আর সুশান্তকে হারানোর পর শচীনের জনপ্রিয়তা আরও বেড়েছে। তার ভিডিও দেখেই প্রিয় তারকাকে যেন ফিরে পেতে চাইছেন ভক্তরা। ফলোয়ারদের থেকে ভালবাসা পেয়ে ফেসবুকে তিনি লিখেছিলেন, ‘এত ভালবাসা পাব, ভাবতেই পারিনি। আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।’
‘সুইসাইড অর মার্ডার: আ স্টার ওয়াস লস্ট’ সুশান্ত সিং রাজপুতের বায়োপিক নয়, এটি মূলত সুশান্তের জীবন থেকে উদ্বুদ্ধ হয়ে নির্মিত একটি ছবি- এমনটি জানিয়ে প্রযোজক বিজয় শেখর গুপ্ত বললেন, ‘এই সিনেমা ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক গোপন বিষয় বাইরে নিয়ে আসবে’। বলিউডে বড় তারকাদের এবং প্রোডাকশন হাউসের একচেটিয়া বাজার শেষ করতেই এই সিনেমা বানাচ্ছেন বলে এর আগে ভারতীয় একটি গণমাধ্যমকে জানিয়েছিলেন প্রযোজক বিজয় শেখর গুপ্ত। তিনি বললেন, ‘এই সিনেমার মধ্যে দিয়ে আমি পুরো বলিউডকে প্রকাশ করে দেব। বাইরে থেকে এসে কোনও প্রতিভাবান ছেলে ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিতে পারছে না, এর প্রধান কারণ হল ইন্ডাস্ট্রির ভেতরের দলবাজি। আমি এই দলটাকে ভাঙতে চাই’।
ছবিতে আত্মহত্যা করতে নিষেধ করেছিলেন অথচ রিয়েল লাইফে আত্মহত্যার পথটাই বেছে নিলেন সুশান্ত সিং রাজপুত। রোববার (১৪ জুন) সকালে মুম্বাইয়ের বান্দ্রার বাড়ি থেকে উদ্ধার হয় সুশান্তের ঝুলন্ত দেহ। মাত্র ৩৪ বছর বয়সেই সবকিছুকে দূরে সরিয়ে পরপারে পাড়ি দিলেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত।
বিজয় শেখর গুপ্ত শচীন তিওয়ারি সুইসাইড অর মার্ডার: আ স্টার ওয়াস লস্ট সুশান্ত সিং রাজপুত