Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক চ্যানেলেই শাকিব খানের ২২ সিনেমা!


২০ জুলাই ২০২০ ১৪:৫৭

ঈদ উৎসব মানে প্রেক্ষাগৃহে শাকিব খানের নতুন সিনেমা। হলে হলে দর্শকদের উপচে পড়া ভিড়। করোনার প্রাদুর্ভাবে গেলো ঈদের মতোই এবারও বন্ধ থাকবে দেশের সব প্রেক্ষাগৃহ। বড় পর্দায় শাকিব খান অনুপস্থিত থাকলেও ২২টি সিনেমা নিয়ে নাগরিক টেলিভিশনের পর্দায় হাজির হবেন তিনি।

ঈদের দিন থেকে সপ্তম দিন সকাল ৯টা, দুপুর ১২টা, বিকেল ৩টা, সন্ধ্যা ৬টা এবং রাত ১২টা ২৫ মিনিটে শাকিব খান অভিনীত সিনেমাগুলো উপভোগ করতে পারবেন দর্শকেরা। এমনটাই জানা গেছে নাগরিক টেলিভিশনের অনুষ্ঠান বিভাগ সূত্রে।

বিজ্ঞাপন

চ্যানেলটির অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু বলেন, ‘নাগরিক টেলিভিশন সবসময় দর্শক চাহিদার দিকে বিশেষ লক্ষ্য রেখে অনুষ্ঠান সাজিয়ে থাকে। বিশেষ দিবসেও আমরা দর্শকদের চাহিদা পূরণ করার চেষ্টা করে থাকি। তাই এবারের ঈদে শাকিব খানের একাধিক সিনেমা প্রচারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তার মধ্যে জনপ্রিয় এবং সুপারহিট সিনেমাও থাকছে।’

প্রচারের তালিকায় আছে শাকিব-শাবনূর জুটির ‘স্বপ্নের বাসর’, ‘ফুল নেব না অশ্রু নেব’, ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’, শাকিব-পূর্ণিমা অভিনীত ‘মা আমার স্বর্গ’, শাকিব-মিম জুটির ‘আমার প্রাণের প্রিয়া’।

শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘স্বামীর সংসার’, ‘টাকার চেয়ে প্রেম বড়’, ‘জমজ’, ‘তুমি স্বপ্ন তুমি সাধনা’, ‘তোমার জন্য মরতে পারি’, ‘মন যেখানে হৃদয় সেখানে’, ‘মায়ের হাতে বেহেশতের চাবি’, ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘সন্তান আমার অহংকার’, ‘তুমি আমার মনের মানুষ’, ‘বলবো কথা বাসর ঘরে’, ‘রাজা বাবু’, ‘লাভ ম্যারেজ’ ছবিগুলোও থাকছে। এছাড়া শাকিব-সাহার অভিনীত ‘খোদার পরে মা’, শাকিব-স্বস্তিকা জুটির ‘সবার উপরে তুমি’, এবং শাকিব খান ও জয়া আহসানের আলোচিত সিনেমা ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ ছবিগুলোও দেখানো হবে।

বিজ্ঞাপন

নাগরিক টিভি শাকিব খান

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর