সাদামাটা অন্য এক মাহি
১৯ জুলাই ২০২০ ১৫:৪৩ | আপডেট: ১৯ জুলাই ২০২০ ১৫:৫৯
উদ্ভ্রান্তের মতো শহরের রাস্তায় এক মাথা থেকে আরেক মাথায় ছুটে বেড়াচ্ছেন মাহি। নামাজের বিছানায় বসে দোয়া করছেন, কোরাআন শরীফ পাঠ করছেন। অসুস্থ বাবার জন্য অ্যাম্বুলেন্স পাচ্ছেন না। অ্যাম্বুলেন্স পাওয়ার পর এক সংগ্রাম। তাকে নিয়ে একের পর হাসপাতালে দৌড়াদৌড়ি। ২০টা হাসাপাতালে যাওয়ার পরও ভর্তি করাতে পারেননি। একজনের প্রতিশ্রুতি। তারপরও মাহির কাকে জানি গালিগালাজ—‘… তোরা কেউ মানুষের বাচ্চা না!’
দেড় মিনিটেরও কম দৈর্ঘ্যের ‘অক্সিজেন’র ট্রেলারে এভাবেই মাহিকে দেখা গিয়েছে। রায়হান রাফি পরিচালিত স্বল্পদৈর্ঘ্যটির ট্রেলার প্রকাশিত হয়েছে রবিবার (১৯ জুলাই) বিকেল তিনটায়। সকলেই বলছে, গ্ল্যামারবিহীন অন্য এক মাহি। যাকে বাণিজ্যিক দর্শকরা মেকআপ ও রঙ্গিন পোশাক ছাড়াই দেখেন না। সে মাহি এখানে অনেকটাই মেকআপবিহীন, সাদামাটা।
কিছুদিন আগে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে ‘অক্সিজেন’র। বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সময়কালে একটা মেয়ের তার বাবাকে বাঁচানোর চেষ্টা নিয়ে এর গল্প।
‘অক্সিজেন’র বিভিন্ন চরিত্রে মাহি ছাড়াও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, ফরহাদ লিমন, মাহাদি হাসান পিয়াল ও আনোয়ার হোসেন। ক্যামেরায় ছিলেন রাজু রাজ। প্রযোজনা করেছেন আকবর হায়দার মুন্না। এ ঈদে এটি ক্লাব এলেভেন এন্টারটেইনমেন্ট নামক ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।