দুর্ঘটনার পরেও শুটিংয়ে শাহনাজ খুশী
১৮ জুলাই ২০২০ ১৫:৩৭ | আপডেট: ১৮ জুলাই ২০২০ ১৫:৪১
জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশী শুক্রবার (১৭ জুলাই) রাতে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। এ ঘটনায় তিনি ও তার ড্রাইভার সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন। তবে তার গাড়ি দুমড়ে মুছড়ে গিয়েছে। এত বড় ঘটনার পরেও শনিবার (১৮ জুলাই) থেকে তিনি আবার অভিনয়ে ফিরেছেন। এমনটাই জানিয়েছেন তার সহশিল্পী চঞ্চল চৌধুরী।
সারাবাংলাকে চঞ্চল চৌধুরী বলেন, ‘ওর (শাহনাজ খুশী) গাড়িটা যেভাবে অ্যাকসিডেন্ট হয়েছে ওইভাবে তো ওর বেঁচে ফেরারই কথা না। সে জায়গা থেকে একটা ট্রমায় চলে যায় মানুষ। সে ট্রমা থেকে ফিরতেই ২ থেকে ৬ মাস লাগে। তারপরও চ্যানেল, পরিচালক, প্রযোজকের কথা চিন্তা করে আবার শুটিংয়ে এসেছে সে।’
চঞ্চল আরও বলেন, ‘সকালে (শনিবার) তাকে আমার গাড়িতে করে নিয়ে এসেছি। দুপুর পর্যন্ত সে বিশ্রাম নিয়েছে। একটু আগে (৩টার আগে) সে ফ্রেশ হয়ে শট দিয়েছে। এ অবস্থায় শট দেওয়া যায়! কিন্তু একজন অভিনয়শিল্পীর অনেক কিছুই করতে হয়। আমার নিজের বড় দুলাভাই মারা যাওয়ার পর একদিনে সমস্ত কিছু করে পরদিন আবার ক্যামেরা সামনে দাঁড়িয়েছি। এ হচ্ছে আমাদের জীবন।’
সাগর জাহান পরিচালিত ধারাবাহিক ‘নসু ভিলেন’র সিক্যুয়েলের ‘নসু প্রকৃত ভিলেন’র শুটিং সেটে যাওয়ার সময় শুক্রবার মীরেরবাজার এলাকায় দুর্ঘটনার শিকার হন শাহনাজ খুশী। বৃন্দাবন দাসের রচিত সাত পর্বের নাটকটি এবারে ঈদে এটিএন বাংলায় প্রচারিত হবে। শুক্রবার পর্যন্ত ৬ দিন শুটিংয়ের ৩ দিন শুটিং হয়েছে। তাই বাকি শুটিং করার জন্য শাহনাজ খুশি এত বড় ঘটনার পরও সেটে গিয়েছেন। জানালেন চঞ্চল।
চঞ্চল জানান, ঘটনায় স্থানীয় পুলিশ দায়ী কার্গো চালক ও হেলপারকে আটক করেছে। কিন্তু মালিক জরিমানা দিতে রাজী হচ্ছিলো না। তিনি বলেন, ‘আমাদের মধ্যবিত্ত মানুষরা তিলে তিলে টাকা জমিয়ে একটা গাড়ি কিনে। আজ খুশীর গাড়িটা ঠিক করাতে ৩ থেকে ৪ লাখ টাকা লাগবে। সে টাকাও তারা দিবে না। তারা সবার চাপাচাপিতে যা দিতে রাজী হয়েছে তা বলার মতো না। সব দিক দিয়েই তো খুশী ক্ষতিগ্রস্থ হলো।’
তিনি ক্ষোভের সঙ্গে বলেন, ‘চালক, মালিকদের দায়বদ্ধতার জায়গাটা কোথায়? আজকে যদি এদের এধরনের কাজের শক্ত বিচার করা যায় আইনের মাধ্যমে তাহলে হয়তো এসকল দুর্ঘটনা কমে আসবে। না হলে তো কাল ছাড়া পেয়ে এরা আরও মানুষ মারবে।’
এদিকে শাহনাজ খুশী শনিবার দুপুরের দিকে কথা বলেন সারাবাংলার সঙ্গে। তিনি বলেন, ‘আমি আসলে কথা বলার পরিস্থিতিতে নেই। রাতে ভয় পেয়ে অনেক চিৎকার করায় গলায় অনেক ব্যাথা। কীভাবে বেঁচে এসেছি জানি না। গাড়ির কাঁচ ভেঙ্গে হালকা আহত হয়েছি। শারীরিকভাবে আঘাত না পেলেও মানসিকভাবে খুব খারাপ অবস্থায় আছি।’
তিনি তার ফেসবুকে লেখেন, ‘একেবারেই অলৌকিক কিছু না হলে আমার বাঁচার কথা নয়! আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমি বেঁচে আছি, ভালো আছি!’ ওই স্ট্যাটাস তিনি জানান, কার্গোটি চালাচ্ছিলো হেলপার। যার বয়স আনুমানিক ১৬ থেকে ১৭ বছর। ড্রাইভারের বয়সও কাছাকাছি। তাদের ড্রাইভিং লাইসেন্স ছিলো না। বরং তারা দম্ভোক্তি করে বলছিলো, ‘মানুষ মাইরালায় ট্যাহা লাগে না, বাঁইচা আছে, তাও ট্যাহা লাগবে!’
গাড়ি অ্যাকসিডেন্ট চঞ্চল চৌধুরী টপ নিউজ নসু ভিলেন শাহনাজ খুশী সাগর জাহান