Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটক বাঁচাতে সবজি হাতে পথে নামল নাট্যদল ‘প্রাঙ্গণেমোর’


১৭ জুলাই ২০২০ ১৭:৪৪

করোনার ভয়াল গ্রাসে একে একে বন্ধ হয়ে গেছে সাংস্কৃতিক অঙ্গনের প্রতিটি ক্ষেত্র। চলমান বৈশ্বিক সংকটের এই অবরুদ্ধ দিনে ভালো নেই আমাদের শিল্পীরা, আমাদের শিল্পাঙ্গন। শিল্পেই যাদের জীবন চলে তারা আজ কর্ম হারিয়ে দিশেহারা। ভয়াল করোনায় ঘরবন্দী এই দিন গুলোতে পুরোপুরি বন্ধ হয়ে গেছে আমাদের থিয়েটার চর্চা। প্রায় চার মাস হতে চলল, পুরো সাংস্কৃতিক অঙ্গনের সাথে স্থবির হয়ে রয়েছে আমাদের থিয়েটার চর্চাও। নতুন কোন আয়োজন নেই, নেই কোনরকম চর্চা। এমনই এক দুঃসময়ে থিয়েটার চর্চাকে বাঁচিয়ে রাখতে এগিয়ে এলো দেশের প্রতিষ্ঠিত ও আলোচিত নাট্যদল ‘প্রাঙ্গণেমোর’। চালু করল থিয়েটার ভ্যান।

বিজ্ঞাপন

‘শ্রমে সততায় সৃজনে বাঁচি’- এই স্লোগানে নাট্য সংগঠন প্রাঙ্গণেমোর চালু করেছে ‘প্রাঙ্গণেমোর থিয়েটার ভ্যান’। শুক্রবার (১৭ জুলাই) সকালে প্রথম ক্রেতা হয়ে এই ভ্যানের উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। সঙ্গে ছিলেন ‘প্রাঙ্গণেমোর’র দলপ্রধান অনন্ত হিরা, নূনা আফরোজসহ দলের অন্য সদস্যরা।

প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রয়োজনীয় সবজি ক্রয় করা যাবে এই ভ্যান থেকে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও টাটকা শাক-সবজি সাশ্রয়ীমূল্যে সবার হাতে তুলে দিতে প্রতিদিন সকাল ছয়টা থেকে দুপুর বারটা পর্যন্ত এই ভ্যান থাকবে মগবাজার, ইস্কাটন, বেইলী রোডসহ সেগুনবাগিচায়। এছাড়া হোম ডেলিভারিও দেয়া হবে এই ভ্যানের পক্ষ থেকে।

কেন এমন একটি আয়োজন? জানতে চাইলে এর প্রধান উদ্যোক্তা নাট্যজন অনন্ত হিরা বললেন, ‘আমাদের থিয়েটার বন্ধ চার মাস। মঞ্চের পর্দা খুলতে পারছি না। চাকুরী হারিয়ে বেকার হয়েছে আমাদের বেশ কয়েকজন বন্ধু। আমাদের দলের অফিস যেখানে আমরা প্রতিনিয়ত নাটকের মহড়া করি, যেখানে আমাদের সব নাটকের সেট প্রপসসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস থাকে, যার সাথে জড়িয়ে আছে থিয়েটারের প্রতিটি সদস্যের আত্মা- সেখানে গত চার মাস আমরা যেতে পারছি না! কিন্তু ভাড়া দিয়ে যাচ্ছি। প্রতি মাসে পঁয়ত্রিশ হাজার টাকা করে, গত চার মাসে দেয়া হয়েছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা। এই অবস্থায় আমরা আমাদের দলের কার্যালয় (মহড়া কক্ষ) টি হারাবার আশঙ্কা করছি। কারণ আমরা কেউ জানিনা এই সঙ্কটকাল আর কতদিন চলবে।’

নাট্যজন অনন্ত হিরা আরো বললেন, ‘আমাদের দলের কার্যালয়ে থাকা ১৪টি চলমান প্রযোজনার সেট, প্রপস, প্রিন্টিং, কম্পিউটার, ব্যানারসহ প্রতিটি প্রয়োজনীয় জিনিসের সঙ্গে রয়েছে আমাদের প্রতিটি সদস্যের শ্রম, ঘাম আর আবেগের সম্পর্ক। তাই দলের অফিসটি ধরে রাখতে এবং এই সঙ্কটকালে থিয়েটারের বন্ধুদের যারা ইতিমধ্যে কর্মহীন হয়ে সাময়িক অর্থ সঙ্কটে ভুগছেন এবং কেউ কেউ ঢাকার বাসা ছেড়ে দিয়ে গ্রামে চলে গিয়েছেন তাদের পাশে দাঁড়িয়ে দুঃসময়কে চ্যালেঞ্জ করতে, আমাদের অফিসটি ধরে রাখতে ও কর্মহীন হয়ে পড়া সহকর্মীদের সাময়িক অর্থ সঙ্কট মেটাতে চালু হয়েছে ‘প্রাঙ্গণেমোর থিয়েটার ভ্যান’। ‘শ্রমে সততায় ও সৃজনে বাঁচি’ এই বিশ্বাসে ও অঙ্গীকারে অটল আমাদের বন্ধুরা প্রতিদিন নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও টাটকা শাক-সবজি সাশ্রয়ীমূল্যে সবার হাতে তুলে দেবে।’

বিজ্ঞাপন

‘প্রাঙ্গণেমোর’র নতুন এ উদ্যোগে তাদের সঙ্কট কিছুটা হলেও লাঘব হবে। এছাড়াও করোনাকালিন এই দুঃসময়ে থিয়েটার কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য ‘প্রাঙ্গণেমোর’র পক্ষ সবাইকে আহ্বান জানানো হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে ফেইসবুক পেজ- Prangonemor Theatre Van –লিংকে।

অনন্ত হিরা নূনা আফরোজ প্রাঙ্গণেমোর প্রাঙ্গণেমোর থিয়েটার ভ্যান মামুনুর রশীদ শ্রমে সততায় সৃজনে বাঁচি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর