Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও জয়া-প্রসেনজিৎ


১৭ জুলাই ২০২০ ১৪:৫৮

বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী জয়া আহসান বেশ শক্ত অবস্থান করেছেন কলকাতার ইন্ডাস্ট্রিতে। একের পর এক পর নামকার পরিচালকের ছবি করছেন। সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তের ছবিতে। ‘অসতো মা সদগময়’ নামের ছবিতে তার বিপরীতে আছেন প্রসেনজিৎ।

জয়া আহসান ও প্রসেনজিৎ এর আগে অতনু ঘোষের ‘রবিবার’-এ অভিনয় করেছিলেন। ইন্দ্রদীপের ছবিটি তাদের দ্বিতীয় ছবি।

বিজ্ঞাপন

‘অসতো মা সগগময়’র চিত্রনাট্য ইন্দ্রদীপ নিজে করছেন। তবে এর মূল বিন্যাসের কাজটি করছেন পদ্মনাভ দাশগুপ্ত। করোনার এ কঠিন সময়ে মানুষের জীবন চলছে তা নিয়ে ছবির গল্প।

ছবিতে মূল চরিত্র পাঁচটি। জয়া-প্রসেনজিৎ ছাড়া আরও আছেন রুদ্রনীল ঘোষ ও অরুণ মুখোপাধ্যায়। চারটি চরিত্রের শিল্পী চূড়ান্ত, পাঁচ নম্বরটি কে করবেন? এ ব্যাপারে ইন্দ্রদীপ জানালেন তার সন্ধান চলছে।

‘কেদারা’খ্যাত ইন্দ্রদীপ ছবিটি নিয়ে বলেন, ‘করোনা পরিস্থিতি আমাদের মন-মানসিকতায় কতটা প্রভাব এবং কীভাবে জনজীবনের চারিত্রিক দিকগুলোও বদলে গেছে গত মাস খানেকের মধ্যে, সেই ভাবনাই ছবির মূল প্রতিপাদ্য বিষয়।’

ইন্দ্রদীপ দাশগুপ্ত জয়া আহসান প্রসেনজিৎ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর