‘ছায়াবৃক্ষ’র প্রধান চরিত্রে অপু নাকি মম
১৫ জুলাই ২০২০ ১০:১৫ | আপডেট: ১৫ জুলাই ২০২০ ১১:২৪
২০১৯-২০ অর্থ বছরে পূর্ণদৈর্ঘ্য বিভাগে ৫০ লাখ টাকা অনুদান পেয়েছে ‘ছায়াবৃক্ষ’। অনুপম কুমার বড়ুয়ার প্রযোজনায় ছবিটি পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস। এর প্রধান চরিত্রে অপু বিশ্বাস অথবা জাকিয়া বারী মম অভিনয়ের কথা শোনা যাচ্ছে। শেষ পর্যন্ত কে করছেন ছবিটি?
বন্ধন বিশ্বাস সারাবাংলাকে বলেন, ‘আসলে আমরা দুজনের সঙ্গেই কথা বলেছি। দুজনেই এদেশের প্রথিতযশা শিল্পী। শেষ পর্যন্ত যার সঙ্গে আমাদের সবকিছু মিলে কথাবার্তা চূড়ান্ত হবে তার নাম আনুষ্ঠানিকভাবে বলতে পারবো।’
‘ছায়াবৃক্ষ’র কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য তানভীর আহমেদ সিডনির লেখা। এর গল্প চা শ্রমিকদের জীবনের সুখ, দুঃখ, হাসি, কান্না নিয়ে। বন্ধন বলেন, ‘চা শ্রমিকদের বেশিরভাগই পড়াশোনার সুযোগ পায় না। তাদেরকে নানাভাবে বঞ্চিত করা হয়। কখনও তারা যদি বিদ্রোহ করে তাহলে তা খুব সহজেই দমন করা হয়। তাদের সে বঞ্চনার গল্পই বলার চেষ্টা করবো। আর এখানে গল্পই নায়ক। আলাদাভাবে নায়ক-নায়িকা ওভাবে কাউকেই বলা যায় না।’
ইতোমধ্যে অনুদানের প্রথম চেক পেয়েছেন প্রযোজক। এ নিয়ে বন্ধন বিশ্বাস বলেন, ’৫০ লাখের ৩০ শতাংশ হিসেবে প্রথম চেকে ১৫ লাখ টাকা দেওয়া হয়েছে। কিন্তু এ টাকায় তো শুটিং শেষ করা যাবে না। আর ৫০ লাখ তো এক সাথে দেওয়া হয় না। তাই আমাদের বাইরে থেকে প্রযোজক রাখতে হয়েছে।’
ছবিটিতে আরও অভিনয় করার কথা রয়েছে নীরব, রওনক হাসান, শতাব্দী ওয়াদুদ ও বড়দা মিঠুর। অনুপম কথাচিত্রের ব্যানারে নির্মিত হবে ছবিটি। খুব শিগগিরই এর শুটিং শুরু হবে।