Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফটোশুটে উষ্ণতা ছড়ালেন আনুশকা! [ফটোস্টোরি]


১৫ জুলাই ২০২০ ০১:০২

নিজের কৃতিত্ব আর প্রতিভার জোরে বলিউডের এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আনুশকা শর্মা। একের পর এক হিট সিনেমা, ব্লকবাস্টার এবং তার অসামান্য অভিনয় দক্ষতা তাকে বসিয়েছে বলিউডের সেরাদের আসনে। করোনা মোকাবিলায় দীর্ঘদিন শুটিং যেতে পারেননি আনুশকা। লকডাউনের দিনগুলোতে ছিলেন গৃহবন্দি। আর এই লকডাউনেই ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তার প্রযোজিত ছবি ‘বুলবুল’। দর্শকদের মন ছুঁয়ে যাওয়া এই ছবি দিয়ে প্রমাণ করে দিলেন প্রযোজক হিসেবেও কতটা সফল তিনি। এর আগে চূড়ান্ত সাফল্যের মুখ দেখেছে তার ওয়েবসিরিজ ‘পাতাললোক’। এবার লকডাউন কিছুটা শিথিল হতেই ভক্তদের উপহার দিলেন ফটোশুটের ছবি।

বিজ্ঞাপন

সম্প্রতি আনুশকা একটি ইংরেজি ম্যাগাজিনের জন্য করা তার ফটোশুটের ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। আর সেই ছবি দেখে অনুরাগীরা তো বটেই, আনুশকার থেকে যেন চোখই ফেরাতে পারছেন না স্বয়ং বিরাট কোহলি। দেখামাত্র সোশ্যাল মিডিয়াতেই আনুশকার প্রতি ভালবাসা উজাড় করে দিয়েছেন বিরাট।

ফটোশুটের বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে নেটদুনিয়ায় উষ্ণতা ছড়িয়েছেন আনুশকা। আর তাতেই সোশ্যাল মিডিয়ায় এখন চর্চার শীর্ষে এই অভিনেত্রী…

ছবিঃ ইন্সটাগ্রাম থেকে

আনুশকা শর্মা আনুশকার ফটোশুট ইন্সটাগ্রা্ম ফটোশুট বিরাট কোহলি ভোগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর