Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলে যাওয়ার একমাস, সুশান্তের ভালোবাসায় অঙ্কিতা’র প্রদীপ


১৪ জুলাই ২০২০ ১৭:৩৩

দু’জনের প্রথম দেখা ২০০৯ সালে। একতা কাপুরের জনপ্রিয় টিভি সিরিয়াল ‘পবিত্র রিস্তা’র সেটে। অভিনয় করতে গিয়েই একটু একটু করেই গড়ে উঠলো ঘনিষ্ঠতা। যা একটা সময়ে স্বীকার করে দুজনেই, বললেন- ‘ভালোবাসি’। এই ভালোবাসা বেঁচে ছিল প্রায় সাত বছর। তাদের এই সম্পর্ক মেনে নিয়েছিল দুই বাড়ি অভিভাবকরাই। বিয়ের সিদ্ধান্তও নিয়েছিলেন দুজনে। কিন্তু কী এমন হল! হঠাৎ করেই ভেঙে গেল তাদের এই সুন্দর ভালোবাসার সম্পর্ক! তাদের এই ভালোবাসায় উৎসাহী অনুরাগীরা মন খারাপ করলেন। সবাই জানতে চাইলেন, কেন এমনটা হল! কিন্তু আজও তা অজানা। কী কারণে ব্রেক আপ হয়েছিল তাদের, তা নিয়ে প্রকাশ্যে কোনদিন মুখ খোলেননি তাদের দুজনেই- সুশান্ত সিং রাজপুত ও অঙ্কিতা লোখন্ডে ।

বিজ্ঞাপন

আজ থেকে ঠিক একমাস আগে- ১৪ জুন নিজের ঘরে আত্মঘাতী হয় সুশান্ত সিং রাজপুত। তার এই মৃত্যু এখনো মেনে নিতে পারছেন না অনুরাগীরা। তাই হয়ত সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতার সোশ্যাল মিডিয়ার ওয়াল যেন ভরে উঠেছে অনুরাগীদের অভিমানে- ‘কেন সুশান্তকে ছেড়ে দিলেন আপনি? আপনি ছেড়ে না দিলে হয়তো সুশান্ত বেঁচে থাকত ৷ হয়তো আপনার মতো প্রেমিকাই পাশে চেয়েছিলেন সুশান্ত!’ শুধুই অভিমান আর অভিযোগ।

এখনো অবধি মুখ খোলেননি অঙ্কিতা। সুশান্তের মৃত্যুর পর থেকেই ভাল নেই তিনি। মানসিক ভাবেও একেবারে ভেঙে পড়েছেন। সুশান্ত মারা যাওয়ার পর সুশান্তের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন একবার। প্রকাশ্যে আসেননি একটি বারের জন্যও। মিডিয়ার ফোন ধরেননি। এমনকি সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিয়েছিলেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখন্ডে।

আজ ১৪ জুলাই- সুশান্তের মৃত্যুর ঠিক এক মাস পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিলেন অঙ্কিতা। সুশান্তকে চিরকালের মতো হারিয়ে ফেলার পরও যেন সুশান্তের প্রতি ভালোবাসার দৃঢ়তাটা আরও অনুভব করছেন অঙ্কিতা৷ আর তাই হয়তো সুশান্তের মৃত্যুর এক মাস হওয়াতে তার স্মৃতিচারণায় ঈশ্বরের সামনে প্রদীপ জ্বালালেন অঙ্কিতা ৷ সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে অঙ্কিতা লিখলেন, ‘চাইল্ড অফ গড৷’

মাত্র ৩৪ বছর বয়সেই পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন সুশান্ত। ফিরবেন না কোনদিনই। তবু বেঁচে থাকবেন সুশান্ত, বেঁচে থাকবে তাদের প্রেম- শুধুই অঙ্কিতার স্মৃতিতে, ভক্তদের ভালোবাসায়।

অঙ্কিতা লোখন্ডে ইন্সটাগ্রাম বলিউড সুশান্ত সিং রাজপুত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর