রাফির এ ছবির রহস্য কী
১৪ জুলাই ২০২০ ১৫:৩১ | আপডেট: ১৪ জুলাই ২০২০ ১৫:৩২
এ প্রজন্মের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি। ‘পোড়ামন ২’, ‘দহন’ নির্মাণ করে হয়েছেন প্রশংসিত। নির্মণাধীন রয়েছে ‘ইত্তেফাক’, ‘পরাণ’ ও ‘স্বপ্নবাজী’। করোনাভাইরাসের কারণে ছবিগুলো আটকে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই আবার শুটিং শুরু ও মুক্তি দেওয়া হবে। এমন যখন অবস্থা, তখন রাফি তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। ‘কিছু একটা তৈরি হচ্ছে’— এমন ক্যাপশন ছবিতে। যা ঘিরে তৈরি হয়েছে রহস্য।
ছবিটিতে দেখা যায় বাইরে থেকে আলো এসে একজন নারীর উপর পড়েছে। তিনি জায়নামাজে বসে পবিত্র কোরান শরীফ পড়ছেন। পুরো শরীর বড় ওড়নায় ঢাকা। আলো-ছায়ার খেলায় তার মুখে এক অদ্ভুত মায়া তৈরি করেছে। মুখায়বে বলছে নারীটি নায়িকা মাহিয়া মাহি।
কিন্তু মাহিয়া মাহি কিংবা রায়হান রাফি কেউই কিছুই স্বীকার করছেন না। রাফি শুধু বলেন, ‘নতুন কিছু একটা করেছি। সেটা হয়তো এ ঈদেই আসবে। আমরা দু-একদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে পোস্টার প্রকাশ করবো। তখন হয়তো রহস্যের উন্মোচন হবে।’
তবে সারাবাংলার অনুসন্ধানে জানা গেছে, এটি একটি স্বল্পদৈর্ঘ্যের স্থিরচিত্র। যার দৈর্ঘ্য হবে ২০ মিনিটের মতো। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন মাহিয়া মাহি। প্রসঙ্গত, মাহি ‘স্বপ্নবাজী’তে অভিনয় করছেন রায়হান রাফির পরিচালনায়।
মূলত ‘আজব বাক্স’, ‘রতন’র মত স্বল্পদৈর্ঘ্য দিয়ে রায়হান রাফির পরিচিতি হলেও পূর্ণদৈর্ঘ্যে পুরোপুরি যুক্ত হয়ে যাওয়ার পর আর কোন স্বল্পদৈর্ঘ্যে নির্মাণ করেননি। মনের অতৃপ্তি মিটাতেই এ নির্মাণ। এমনটাই জানিয়েছে একটি সূত্র। তবে আগের প্রশ্নের মতই এ ব্যাপারেও নিশ্চুপ রাফি।