Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের নাটক ‘প্রিয় যোগাযোগ’


১৪ জুলাই ২০২০ ১৫:১৯

মাঝরাতে শহরের রাস্তায় অস্থির হয়ে অপেক্ষা করছে জুলি। কিছুক্ষণের মধ্যে ট্যাক্সি চলে আসে। জুলি বারবার ফোনে চেষ্টা করে যাচ্ছে কিন্তু ওপাশ থেকে ফোন রিসিভ করে না। ট্যাক্সি এসে নির্দিষ্ট লোকেশনে পৌছায়। কিন্তু সে যার বাসায় এসেছে তাকে ফোনে পাওয়া যায় না। জুলি ট্যাক্সি চালক তরুনের কাছে জানতে চায় যে কল ফরওয়ার্ড করা যাবে কি না। কারণ তাকে মিরপুর যেতে হবে। ট্যাক্সি আবার চলতে থাকে মিরপুরের পথে। মিরপুর এক মেয়েদের হোস্টেলের সামনে এসে জুলি ফোন করে তার বান্ধবী সামিয়াকে। সে জানায় এখন কোনোভাবেই তার হোস্টেলের গেট খুলবে না। সামিয়া জুলিকে অনুরোধ করে যেন বাসায় ফিরে যায়। কিন্তু এখন বাসায় ফেরা সম্ভব না। তাহলে জুলি এখন কী করবে?

বিজ্ঞাপন

এমন গল্পে নির্মিত হয়েছে ঈদের নাটক ‘প্রিয় যোগাযোগ’। সেতু আরিফের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, তাসনুভা তিশা ও মাসুম বাসার।

‘প্রিয় যোগাযোগ’ এবারের ঈদুল আযহার অনুষ্ঠানমালায় প্রচারিত হবে দীপ্ত টিভিতে। নাটকটির নির্বাহী প্রযোজক হিসেবে ছিলেন মোস্তফা মনন ও ফিরোজ কবির ডলার।

ইরফান সাজ্জাদ তাসনুভা তিশা প্রিয় যোগাযোগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর