Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বারান্দায় কামিনী… স্মৃতিতে ইরফান


১৪ জুলাই ২০২০ ১৩:৫৪ | আপডেট: ১৪ জুলাই ২০২০ ১৪:১৫

২০২০ সালে বলিউডের মৃত্যুর প্রথম পথযাত্রি ইরফান খান। মরণব্যাধি ক্যান্সারের কাছে হেরে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন বলিউডের অন্যতম সেরা এই অভিনেতা। মাত্র ৫৪ বছরে মারা যাওয়া এ অভিনেতার মৃত্যুতে পুরো বলিউড ধমকে যায়। প্রায় দু’মাস হয়ে গিয়েছে, কিন্তু এখনো মৃত্যু শোক কাটিয়ে উঠতে পারেনি অনেকেই।

প্রায় দু’মাসের বেশি সময় ধরে ইরফান-শূন্য তার স্ত্রী সুতপা ও দুই সন্তান। ইরফানকে হারিয়ে ভাসছেন শোকের সাগরে। তাই হয়ত ইরফানের স্ত্রী ও দুই সন্তান বাবাকে নিয়ে মন খারাপের কথাগুলো লিখে ফেলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বিজ্ঞাপন

কামিনী ফুল ভালোবাসতেন ইরফান। বারান্দার সেই কামিনী ফুলের গাছে এখন ফুটে আছে প্রচুর ফুল। আর সেই ফুলের ছবি দিয়ে ইনস্টাগ্রামে ইরফানের স্মৃতিতে পোস্ট দিলেন তার স্ত্রী সুতপা শিকদার৷ বারান্দায় সাদা ফুলের গন্ধে মেশানো সেই স্মৃতি-কথাকে তুলে নিয়ে আসলেন নিজের শব্দে৷ লিখলেন, ‘আমাদের বারান্দা… ফুলের গন্ধে তোমাকে মনে পড়েছে সারা রাত!’

২০১৮ সালে নিউরোএনডোক্রাইন টিউমার (এক ধরনের কোলন ক্যানসার) ধরা পড়ে ইরফান খানের। তখন থেকেই নিয়মিত এ রোগের জন্য চিকিৎসা নিচ্ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ২৮ এপ্রিল মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় তাকে। সেখানে আর একটি দিনও বাঁচিয়ে রাখা সম্ভব হয়নি তাকে। ২৯ এপ্রিল পুরো দেশবাসীকে কাঁদিয়ে মৃত্যুলোকে পাড়ি দেন ইরফান।

ইন্সটাগ্রাম ইরফান খান বলিউড সুতপা শিকদার

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর