প্রয়াত হলিউডের জনপ্রিয় অভিনেত্রী কেলি প্রিস্টন
১৪ জুলাই ২০২০ ১০:৪৮ | আপডেট: ১৪ জুলাই ২০২০ ১৮:০৩
মারা গেলেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী কেলি প্রিস্টন ৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর জানালেন তার স্বামী অভিনেতা জন ট্র্যাভোল্টা। দু’বছর ধরে স্তন ক্যানসারে ভুগে মৃত্যুর কাছে হার মারলেন এই অভিনেত্রী। মৃত্য্যকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।
সোমবার (১৩ জুলাই) ইনস্টাগ্রামে অভিনেত্রী কেলি প্রিস্টন’র ছবি শেয়ার করে তার স্বামী অভিনেতা জন ট্র্যাভোল্টা লিখলেন, ‘মন খুব ভারী হয়ে আসছে এই খবরটা সবাইকে জানাতে গিয়ে৷ আমার স্ত্রী ও অভিনেত্রী কেলি আর নেই ৷ দু’বছর ধরে টানা ক্যানসারের সঙ্গে সাহসী লড়াই লড়ে আজ সে আমাদের থেকে বিদায় নিয়েছে ৷ এই কঠিন সময়ে আমাদের পাশে যারা ছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ…’
হলিউড সিনেমায় ‘কেলি প্রিস্টন’ টম ক্রুজের সঙ্গে জেরি ম্যাগুয়ের, স্পেশ ক্যাম, ফর লাভ অফ দ্য গেম, ভিউ ফ্রম দ্য টপ, দ্য ক্যাট ইন দ্য হ্যাট বেশ কিছু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন ৷