Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্থিতিশীল অবস্থায় আছেন অমিতাভ, জানালেন হাসপাতাল কতৃপক্ষ


১২ জুলাই ২০২০ ১৩:০৫ | আপডেট: ১২ জুলাই ২০২০ ১৬:১৮

বলিউড মহাতারকা অমিতাভ বচ্চনকে নিয়ে উদ্বিগ্ন সকলেই। কেমন আছেন প্রবীণ অভিনেতা? মুম্বাইয়ের নানাবতী সুপার স্পেশ্যালিটি হাসপাতালের পক্ষ থেকে জানানো হল, ‘অমিতাভ বচ্চনকে রেসপিরেটরি আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল। চিকিৎসাতেও ভাল সাড়া মিলছে। চিন্তা নেই আপাতত’।

ভারতীয় গণমাধ্যমের একটি প্রতিবেদনে হাসপাতাল সুত্রে আরো জানানো হয় যে, প্রবীণ এই অভিনেতার ‘মেডিক্যাল কোমরবিডিটি’ রয়েছে। যার অর্থ হল, করোনা আক্রান্ত হলেও আগে থেকেই একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন বিগ বি। আর তাই তাকে হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পরিবারের প্রধান দুই সদস্য করোনা আক্রান্ত হওয়ায় জলসা এবং প্রতীক্ষা নামে অমিতাভের দু’টি বাংলোই সিল করে কনটেন্টমেন্ট জোন হিসেবে ঘোষণা দিয়েছে মুম্বাই পৌরসভা। গণমাধ্যমকে অভিষেক জানিয়েছেন, তাদের সঙ্গে মুম্বাই প্রশাসনের পক্ষ থেকে ক্রমাগতই যোগাযোগ করা হচ্ছে।

শনিবার (১১ জুলাই) বর্ষীয়ান এ অভিনেতার করোনা টেস্টের রেজাল্ট পজেটিভ আসায় তাকে মুম্বাইয়ের নানাবাতি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অমিতাভ বচ্চন নিজে খবরটি ভক্তদের নিজের সকল সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন। তিনি শনিবার রাতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে তাতে লেখেন, ‘আজ সন্ধ্যায় আমার কোভিড-১৯ এর পরীক্ষার ফল পজেটিভ এসেছে। হাসপাতালে ভর্তি হয়েছি।’

এদিকে অমিতাভ অনুরোধ করেছেন, শেষ ১০ দিনে যারা তার সঙ্গে দেখা করেছেন কিংবা কোন না কোনোভাবে তার সংস্পর্শে এসেছেন, তারা সবাই যেন তাদের নিজ দায়িত্বে কোভিড-১৯ পরীক্ষা করিয়ে নেন।

বিজ্ঞাপন

লকডাউনে বাড়িতেই ছিলেন অমিতাভ। মহারাষ্ট্র সরকারের নিয়ম অনুযায়ী ৬৫ বছরের বেশি বয়সের অভিনেতাদের শুটিং ফ্লোরে যাওয়া যাবে না। কিন্তু তা সত্ত্বেও কী ভাবে করোনা আক্রান্ত হলেন অমিতাভ, তা বুঝতেই পারছেন না তিনি। তবে অমিতাভ শুটে না গেলেও ডাবিংয়ের জন্য বেরতে হয়েছে অভিষেককে।

অমিতাভ বচ্চন কোভিড-১৯ নানাবতী হাসপাতাল বলিউড

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর